নয়াদিল্লি: মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন যে এই বাজেটের মূল লক্ষ্য দরিদ্রদের পাশে দাঁড়ানো। আবার দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে টেনে তোলার প্রয়াসও এই বাজেট থেকে হবে। কিন্তু বাজেট নিয়ে খুশি নয় মধ্যবিত্ত। কর সংক্রান্ত বিষয় হোক কিংবা স্বাস্থ্য বিষয়, বাজেট খুশি করতে পারেনি সাধারণের একাংশকে। কিন্তু একাধিক ক্ষেত্রে মোটা অঙ্ক গতকাল বরাদ্দ করা হয়েছে বাজেটে। তাহলে কোন খাতে কত বরাদ্দ হল, তা একবার দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- #Budget2022: দেশজুড়ে খুলছে ‘টেলি মেন্টাল হেল্প সেন্টার’, বাজেটে মানসিক স্বাস্থ্য জোর
শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পরিবহন সব ক্ষেত্রে বড় বরাদ্দের ঘোষণা গতকাল করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য শিক্ষা ক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ০৪ হাজার ২৭৮ কোটি টাকা। এছাড়াও ডিজিটাল পদ্ধতির উপর জোর দেওয়ার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের জন্য মোট প্রায় ৫ লক্ক ২৫ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। এই বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৪৭ হাজার কোটি টাকা। পাশাপাশি রেলের জন্য এই বছর বাজেটে বরাদ্দ হয়েছে প্রায় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। গত বছরের তুলনায় প্রায় ২৭.৫ শতাংশ বেশি। কৃষি ও সহযোগী ক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পরিবহন ক্ষেত্রে বরাদ্দ হয়েছে প্রায় ৩ লক্ষ ৫১ হাজার ৮৫১ কোটি টাকা। আবার স্বাস্থ্য ক্ষেত্রে গতকাল ৮৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে।
প্রধানমন্ত্রী স্বয়ং এই বাজেট সম্পর্কে জানিয়েছিলেন, দেশের সকল মানুষের কাছে এই বাজেটের গ্রহণযোগ্যতা রয়েছে। এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রগতি যেমন ঘটাবে ঠিক তেমনই জন সাধারণ অনেক নতুন সুযোগ-সুবিধা পাবেন। মোদীর কথায়, আজকের এই বাজেট দেশে আরও পরিকাঠামো, আরও বিনিয়োগ, আরও কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে। ভারতের আগামী প্রজন্ম এতে অনেক লাভবান হবে বলেই তিনি মনে করছেন। প্রধানমন্ত্রী মনে করছেন এই বাজেট সব দিক থেকেই সদর্থক।