এবার নিলামে মিলবে পছন্দের মোবাইল নম্বর, দারুণ উদ্যোগ কেন্দ্রের

এবার নিলামে মিলবে পছন্দের মোবাইল নম্বর, দারুণ উদ্যোগ কেন্দ্রের

নয়াদিল্লি:  অনলাইন জমানায় সবকিছুই মেলে বাড়ি বসে৷ তা বলে মোবাইল নম্বর! এটা হয়তো অনেকেই ভাবতে পারেন না৷ কিন্তু এমনটাই সত্যি৷ এবার পছন্দের মোবাইল নম্বর পাওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ তবে পছন্দে নম্বরের সঙ্গে পছন্দের টেলিকম সংস্থা কিন্তু পাবেন না৷ আপনাকে রাষ্ট্রায়ত্ব সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর নম্বরই নিতে হবে৷ তবে পছন্দের টেলিকম সংস্থার সংযোগ পাওয়ার একটা উপায় থাকছে৷ বিএসএনএল নম্বর নেওয়ার পর তা পছন্দের টেলিকম সংস্থায় পোর্ট করানো যেতে পারে৷ 

আরও পড়ুন- ২০২০ মার্চের পর সর্বোচ্চ সুস্থতা দেশে! অ্যাকটিভ কেস ৫২৩ দিনে সর্বনিম্ন

বেশ কয়েক বছর ধরেই বিএসএনএল-এর ব্যবসায় মন্দা৷ গ্রাহত টানতে নানারকম সুযোগ সুবিধা  দিতে শুরু করেছে সংস্থা। গ্রাহক ধরে রাখতে এবার পছন্দের নম্বর বিলি করার উদ্যোগ নিল বিএসএনএল৷ দেশের যে কোনও প্রান্ত থেকে গ্রাহকরা তাঁদের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন৷ এর জন্য বিএসএনএল-এর ওয়েবসাইট (cymn.bsnl.co.in)-এ যেতে হবে৷  পোর্টালে ঢোকার পর প্রথমে নিজের অঞ্চল বা রাজ্য বেছে নিতে হবে৷ তার পরেই মিলবে নম্বর বেছে নেওয়ার সুযোগ৷ 

এখানে দু’রকমের নম্বর মিলবে৷ সাধারণ নম্বরের জন্য কোনও খরচ করতে হবে না৷ পছন্দের নম্বর সংরক্ষিত রাখার ব্যবস্থাও রয়েছে। তবে ‘ফ্যান্সি নম্বর’ বাছার ক্ষেত্রে লাগবে টাকা৷ যার সর্বনিম্ন খরচ ৮৮৫ টাকা। ফ্যান্সি নম্বরের দাম পাঁচ হাজার টাকা পর্যন্তও হতে পারে। নম্বরের পাশাপাশি এই দুই ক্ষেত্রে সিরিজ বেছে নেওয়ার সুযোগও থাকছে৷ 

এছাড়া নিলামেও নম্বর কেনা যাবে৷ তবে সব সময় নিলাম হবে না৷ এর জন্য নিজ নিজ জোনে কখন নিলাম হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে৷ এর জন্য রয়েছে পৃথক ওয়েবসাইট (http://eauction.bsnl.co.in/) থাকছে৷ এই ওয়েবসাইটে গেলেই নম্বরের তালিকা দেখা যাবে৷ নম্বরের পাশাপাশি নিলাম শুরুর দামও দেওয়া থাকবে৷ যা ৮ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে৷ প্রসঙ্গত, রাজস্থানের কোটার এক ব্যক্তি তাঁর পছন্দের দুটি নম্বর কিনেছেন ২ লক্ষ ৪০ হাজার টাকায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =