গাড়ি আছে? রেজিস্ট্রেশনে সুখবর দিল সুপ্রিম কোর্ট

 ২৫ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া বিএস-ফোর গাড়িগুলির জন্যই আদালতের এই অনুমোদন। ফলে এর পরে বিক্রি হওয়া প্রায় ৩৯,০০০ হাজার বিএস-ফোর গাড়ি রেজিস্ট্রেশনের তালিকা থেকে বাদ পড়বে।

নয়াদিল্লি: দেশের হাজার হাজার বিএস-ফোর গাড়ি ক্রেতাদের জন্য সুখবর। ৩১ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া সমস্ত বিএস-ফোর গাড়িগুলি রেজিস্ট্রেশনের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। উদ্ভূত করোনা পরিস্থিতিতে গত মার্চ মাসে বিক্রি হওয়া যে গাড়িগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ হয়নি বা রেজিস্ট্রেশন অসম্পূর্ণ ছিল সেই গাড়িগুলির ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হয়েছে। তবে বিশেষত ২৫ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া বিএস-ফোর গাড়িগুলির জন্যই আদালতের এই অনুমোদন। ফলে এর পরে বিক্রি হওয়া প্রায় ৩৯,০০০ হাজার বিএস-ফোর গাড়ি রেজিস্ট্রেশনের তালিকা থেকে বাদ পড়বে।

গত ২৭ মার্চ শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল ২০২০ সালের পর বিক্রি হওয়া এই জাতীয় গাড়িগুলির রেজিস্ট্রেশন হবেনা। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হঠাৎ লকডাউন এর ফলে গাড়ি বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় ডিলারদের কাছে বিএস-ফোর মানের প্রচুর গাড়ি জমে যায়। এই গাড়িগুলি বিক্রির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। এরপর ৮ জুলাই এই আদেশ প্রত্যাহার করে শির্ষ আদালত এবং লকডাউন উঠে যাওয়ার পর দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) ছাড়া ভারতজুড়ে ১০ দিনের জন্য বিএস-ফোর গাড়ি বিক্রির অনুমতি দেয়।

জুলাইয়ে, আদালতে পেশ করা হলফনামায় মন্ত্রকের তরফে সরকারের ই-বাহান পোর্টালে সেইসময় কতগুলি গাড়ি বিক্রি হয়েছিল এবং কীভাবে আপলোড করা হয়েছিল তার বিবরণ দিয়েছিল। মন্ত্রক জানিয়েছিল ই-বাহান পোর্টাল আছে বা নেই সেই সমস্ত রাজ্যে বিক্রি হওয়া গাড়ির যে তথ্য আদালতে পেশ করা হয়েছিল অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তা যাচাই করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে চলতি বছরের ১২ ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত মোট ৯,৫৬,০১৫ টি বিএস-,ফোর  গাড়ি বিক্রি হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে ৯,০১,২২৩ নিবন্ধিত ছিল।

দেশে ক্রমবর্ধমান পরিবেশ দূষণের ফলে দু চাকা এবং চারচাকা গাড়ির ইঞ্জিনের মান উন্নত করার লক্ষ্যে ২০১৮ সালের অক্টোবরে, শীর্ষ আদালত বলেছিল যে ২০২০-র ১ এপ্রিল থেকে ভারতে কোনও বিএস-ফোর গাড়ি বিক্রি বা রেজিস্ট্রেশন হবে না। এর আগে ২০১৬ সালে, কেন্দ্রের তরফেও ঘোষণা করা হয়েছিল যে ভারত বিএস-ফাইভ মান বাদ দেওয়া হবে এবং ২০২০ সালের মধ্যে বিএস-সিক্স মানের গাড়ি আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *