ভাঙল চারমিনার, অল্পের জন্য রক্ষা

হায়দরাবাদ: আচমকাই হায়দরাবাদের চারমিনার থেকে খসে পড়ল একটি চাঙড়। তবে এর জেরে কেউ জখম হননি বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই মেরামতির কাজ চলছে চারমিনারের। তার মধ্যেই এই বিপত্তি। Telangana: A portion of one of the pillars of the historic monument Charminar in Hyderabad, got damaged yesterday. No injuries reported. pic.twitter.com/ugzX8GDBdZ — ANI (@ANI) May

ভাঙল চারমিনার, অল্পের জন্য রক্ষা

হায়দরাবাদ: আচমকাই হায়দরাবাদের চারমিনার থেকে খসে পড়ল একটি চাঙড়। তবে এর জেরে কেউ জখম হননি বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই মেরামতির কাজ চলছে চারমিনারের। তার মধ্যেই এই বিপত্তি।

বুধবার রাতে আচমকাই চারমিনারের একটি মিনার থেকে চাঙড় খসে পড়ে নীচে। ঠিক কীভাবে তা ভেঙে পড়ল তা অবশ্য এখনও সঠিকভাবে জানা যায়নি। আজ বৃহস্পতিবার ওই মিনার পরিদর্শনে যাবেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। তার পরেই এনিয়ে কিছু জানা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =