এবার ভোটে লড়তে তৈরি মোস্ট ওয়ান্ডেড জঙ্গি নেতার জাঁদরেল অতিরিক্ত পুলিশ সুপার বৌমা

এবার ভোটে লড়তে তৈরি মোস্ট ওয়ান্ডেড জঙ্গি নেতার জাঁদরেল অতিরিক্ত পুলিশ সুপার বৌমা

গুয়াহাটি: এমপিএস অফিসার থৌমাওজাম বৃন্দা৷ এই জাঁদরেল পুলিশ অফিসারকে এক ডাকে প্রায় সকলেই চেনেন৷ খাতায় কলমে তিনি এখনও মণিপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার৷ তবে তিনি কাজে যাওয়া ছেড়েছেন বেশ কিছু দিন হল৷ ইস্তফা দেওয়ার আগেই ঘোষণা করেছেন ভোটে লড়ার কথা৷ এমনকী সমর্থকদের নিয়ে মিছিলও বার করেছেন বৃন্দা৷ 

আরও পড়ুন- ‘ভিক্ষা করতে চাই না’, রাস্তায় ঘুরে আজও কলম বিক্রি করেন অশীতিপর বৃদ্ধা

বৃন্দার জীবন যেন কোনও সিনেমার চিত্রনাট্য৷ যেখানে কানায় কানায় ভরা উত্তেজনা, সাসপেন্স৷ পেশায় পুলিশ অফিসার হলেও, বিবাহসূত্রে বৃন্দা উত্তর-পূর্বের অন্যতম প্রধান জঙ্গি নেতা তথা মণিপুর রাজবংশের বর্তমান প্রজন্মের বংশধর রাজকুমার মেঘেনের পুত্রবধূ৷ যিনি কিনা দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা৷ ব্যক্তিগত জীবনের এই পরিচয় প্রভাব ফেলেছিল বৃন্দার কর্মজীবনে৷ এক সময় কর্মক্ষেত্রে নানা ভাবে হেনস্থা করা হয়েছিল তাঁকে৷ প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে পদ থেকে ইস্তফা দিয়ে দেন থৌনাওজাম বৃন্দা৷ কিন্তু ড্যামেজ কন্ট্রোল করতে বৃন্দাকে কাজে ফেরায় তৎকালীন কংগ্রেস সরকার৷ 

এর পর একের পর এক মিশনে সফল হয়েছেন বৃন্দা৷ মাদক নিয়ন্ত্রণ শাখার এএসপি হিসেবে তাঁকে পুরস্কৃত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ৷ এর পর ২৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে জাতীয় স্তরে পুরস্কৃত হন বৃন্দা। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়েও বাধার মুখে পড়তে হয় এই সাহসী পুলিশ অফিসারকে৷ মাদক-সহ হাতেনাতে গ্রেফতার হওয়া চান্ডেল স্বশাসিত পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এল ঝৌকে মুক্ত করার জন্য চাপ দিতে থাকলে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ প্রতিবাদে সোচ্চার হন বৃন্দা। কিন্তু ঝৌকে জামিন দেওয়ার পর আদালতের বিচারককে অশ্লীল ভঙ্গি দেখিয়ে অপমান করেন। একাধারে সরকার ও বিচারব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বৃন্দাকে এক সময় সাসপেন্ডও করা হয়৷ পুলিশের হাতেই আটক হন তিনি৷ 

পুলিশের চাকরি ছেড়ে আপাতত রাজনীতির দুনিয়ায় পা রাখার প্রস্তুতি নিচ্ছেন মণিপুরের এই অফিসার৷ সোশ্যাল মিডিয়ায় তাঁক বড়সড় ফ্যান ক্লাবও রয়েছে৷ রবিবার বিকেলে তিনি ঘোষণা করেন, ইয়াইসিকুল কেন্দ্র থেকে তিনি ভোট লড়তে প্রস্তুত৷ সমর্থকদের নিয়ে মিছিলও বার করেন৷ তবে সেখানেও বাধা দেয় পুলিশ৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *