Aajbikel

নির্ভয়াকাণ্ডে ফাঁসি চাওয়া আইনজীবীই এখন ব্রিজভূষণের ডিফেন্স ল-ইয়ার, জামিন চেয়ে করলেন সওয়াল

 | 
ব্রিজভূষণ

নয়াদিল্লি: ২০১২ সাল৷ নির্ভয়া কাণ্ড নাড়িয়ে দিয়ে গিয়েছিল গোটা দেশকে৷ সেই সময় সরকারি কৌঁসুলি হিসাবে এই মামলায় দোষী সাব্যস্ত ধর্ষকদের ফাঁসির দাবিতে আদালতে জোর সওয়াল করেছিলেন রাজীব মোহন। সেই আইনজীবীই মঙ্গলবার আদালতে সওয়াল করলেন যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর হয়ে৷  ভারতীয় কুস্তি সংস্থার সভাপতিকে  দু’দিন বা ৪৮ ঘণ্টার জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলায় জামিনের আর্জির শুনানি হবে বৃহস্পতিবার। ব্রিজভূষণের হয়ে জামিনের আবেদন জানিয়েছেন রাজীব মোহন৷

আইনজীবী মহলে সরকারি কৌঁসুলি রাজীব মোহনের দক্ষতা নিয়ে কোনও দ্বিধা নেই। বিভিন্ন সময়ে প্রতিবাদী ভূমিকায় আইনি লড়াই লড়তে দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার সেই রাজীব যখন যৌন হেনস্থার মতো স্পর্শকাতর অভিযোগে অভিযুক্ত কুস্তি কর্তা ব্রিজভূষণের হয়ে আদালতে সওয়াল করতে আসেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। যদিও আইনি পেশায় এটা স্বাভাবিক৷ নির্ভয়াকাণ্ডের লড়াকু আইনজীবী এখন ব্রিজভূষণের ডিফেন্স ল-ইয়ার।

এক নাবালিকা-সহ ছ’জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কিন্তু দীর্ঘ দিন দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করায় যন্তর মন্তরে ধর্নায় বসেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের মতো কুস্তিগিরেরা। অবশেষে দশ জন অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে গত ২ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। চার্জশিটে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়। এই প্রসঙ্গে নির্ভয়ার মা আশা দেবী ‘ইন্ডিয়া টুডে’কে বলেন, “কুস্তিগিরদের অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত তদন্ত না হলে এবং অভিযোগকারিণীরা বিচার না পেলে দেশের বিচারব্যবস্থায় তা ছাপ ফেলবে।” 

Around The Web

Trending News

You May like