শর্তসাপেক্ষে জামিন পেলেন যৌন হেনস্থায় অভিযুক্ত, আপাত স্বস্তি ব্রিজভূষণের

শর্তসাপেক্ষে জামিন পেলেন যৌন হেনস্থায় অভিযুক্ত, আপাত স্বস্তি ব্রিজভূষণের

নয়াদিল্লি: যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং এবার বড়সড় স্বস্তি পেলেন আদালত থেকে। তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। জামিন দেওয়া হয়েছে ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমরকেও। আগামী ২৮ জুলাই আবার এই মামলার শুনানি রয়েছে। ততদিন স্বস্তিতে থাকবেন প্রাক্তন কুস্তিকর্তা। 

এক নাবালিকা-সহ ছ’জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। কিন্তু দীর্ঘ দিন দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করায় যন্তর মন্তরে ধর্নায় বসেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের মতো কুস্তিগিরেরা। সেই সময়ে পরিস্থিতি যথেষ্ট টালমাটাল হয়েছিল ব্রিজভূষণের জন্য। কিন্তু তাও পুলিশ সেইভাবে কোনও পদক্ষেপ নিচ্ছিল না। অবশেষে দশ জন অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে গত ২ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। চার্জশিটে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়। 

তবে এদিন আদালত মামলার শুনানিতে ব্রিজভূষণকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে জানিয়েছে, ব্রিজভূষণ দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না এবং অভিযোগকারীদের কোনও রকম হুমকি দিতে পারবেন না। এছাড়া তাঁকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ড দিতে হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার ৪৮ ঘণ্টার অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন ব্রিজভূষণ। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানিতে বড় স্বস্তি মিলল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =