চুল থেকে গয়না.. সবেতেই রকমারি চকোলেট! কনের সাজ দেখে হতবাক নেট দুনিয়া

চুল থেকে গয়না.. সবেতেই রকমারি চকোলেট! কনের সাজ দেখে হতবাক নেট দুনিয়া

 কলকাতা: বিয়ে মানেই স্পেশাল ডে৷ স্পেশাল অকেশন৷ এই দিন সকলেই চান চমকে দেওয়ার মতো কিছু করতে৷ এর আগে বিয়ে বাড়িতে কনের নানা কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ এবার রকমারি চকলেটের বাহারি সাজে চমকে দিলেন নববধূ৷ কিটক্যাট, ফাইফ স্টার, ফেরো রজার কিংবা মিল্কি বার- কী নেই সেখানে৷ রয়েছে একলেয়ার্সের মতো ছোট লজেন্সও৷ কেউ যদি তাঁকে চলমান চকলেটের দোকান ভাবেন, তাহলে ভুল কিছু হবে না৷ 

আরও পড়ুন- বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত বাগানের নাম! মুঘল গার্ডেন এখন থেকে ‘অমৃত উদ্যান’

এতদিন চুলে ফলের সাজ দেখে অভ্যস্ত মানুষ৷ এবার দেখা গেল চকলেটের সাজ৷ শুধু চুলেই নয়, গায়ের গয়নাতেও শোভা পেল চকলেট৷ এই কনের ভিডিয়ো নেট পাড়ায় আসতেই ভাইরাল৷ যিনি কিনা, বাজারের রকমারি সব চকোলেট দিয়ে বিয়েতে সাজলেন৷ 

_chitras_makeup_artist_28 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। ভিডিয়োতে নববধূ সম্পূর্ণ অচেনা রূপে ধরা দিয়েছেন৷ তাঁর চুলেও অন্য স্টাইল দেখা গিয়েছে। লম্বা চুলের বিনুনিতে রয়েছে হরেক রকমের চকোলেট। তবে শুধু চুল নয়, কানের দুল এবং হারের গয়না হিসাবেও চকোলেটের ব্যবহার করা হয়েছে৷ যা দেখে স্বাভাবিকভাবেই হতবাক নেট পাড়ার বাসিন্দারা৷ এই ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি৷ 

ইতিমধ্যেই ভিডিয়োটি পাঁচ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন৷ দেখার পর অবশ্য মিশ্র প্রতিক্রিয়া মিলেছে৷ কেউ কেউ এই সাজ পছন্দ করলেও, অনেকেই নাক সিঁটকেছেন৷ মজা করে এক ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, “শিশুদের থেকে দূরে থাকবেন.. অন্যথায় দেখতে ভালোই লাগছে।” অপর এক নেটিজেন লিখেছেন, “মানুষ নিজেকে আলাদা করতে গিয়ে পাগলের মতো দেখতে হয়ে যাচ্ছেন।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =