দরজায় দিলওয়ালে, ব্যালকনি থেকে ফ্লাইং কিস দুলহানিয়ার, ভাইরাল ভিডিয়ো

দরজায় দিলওয়ালে, ব্যালকনি থেকে ফ্লাইং কিস দুলহানিয়ার, ভাইরাল ভিডিয়ো

 নয়াদিল্লি:  ‘লাজে রাঙা হল কনে বউ গো…’ এই সব এখন ব্যাক ডেটেড৷ বিয়ের আসরে  কনেরাও কমতি নন৷ উজার করে দেন নিজেদের ভালোবাসা-আবেগ৷ সম্প্রতি এমনই এক মিষ্টি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷ যেখানে দিলওয়ালেকে দেখে বারান্দার এসে ফ্লাইং কিস ছুড়ে দিলেন দুলহানিয়া৷ 

আরও পড়ুন- লাফিয়ে অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যু! উদ্বেগ বাড়ছে দেশবাসীর

বহুতলের দোড়গোড়ায় তখন হাজির বরযাত্রী৷ বর এসেছেন ঘোড়ায় চেপে৷ এদিকে বর আসার খবর পেয়েই ব্যালকনিতে ছুটে আসেন কনে৷ হবু স্বামীকে দেখে আনন্দে ফ্লাইং কিস ছুড়ে দেন তিনি৷ তাঁর এই কিস ছোড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়৷ তার পর তা ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়৷ যদিও এই ঘটনাটি কোথাকার তা জানা যায়নি৷ তবে বিয়ে মানেই আলাদা উন্মাদনা৷ আলাদা অনুভূতি৷ এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্তই যে ‘ভেরি স্পেসাল’৷ আর সেই স্পেশাল মুহূর্তই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়৷ 

ভিডিয়োটিতে দেখা গিয়েছে হবু বধূর পরনে রয়েছে লাল রংয়ের লেহেঙ্গা৷ বর আসতেই তিনি হাজির বারান্দায়৷ তাঁর চোখে মুখে তখন আনন্দের ছাপ৷ হবু বরকে ইশারায় ডাক দেন তিনি৷ তার পর বর উপরে তাকাতেই তিনি ছুড়ে দেন ফ্লাইং কিস৷ উপর থেকে দাঁড়িয়ে হাতও নাড়েন কনে৷ ঘোড়ায় বসা বরের চোখও তখন ব্যালকনিতে আটকে৷ হবু বউকে দেখে চোখ কী আর ফেরানো যায়? এই ফ্লাইং কিসের ভিডিয়ো এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় পাতায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =