ব্রেকিং: আরও মহার্ঘ রেল, টিকিটে ছাড় বন্ধের ঘোষণা কেন্দ্রের, আজ থেকে কার্যকর

ব্রেকিং: আরও মহার্ঘ রেল, টিকিটে ছাড় বন্ধের ঘোষণা কেন্দ্রের, আজ থেকে কার্যকর

নয়াদিল্লি: প্লাটফর্ম টিকিটের দাম আগেই বাড়িয়েছিল রেল দক্ষিণ পূর্ব রেল৷ ১০ টাকার প্লাটফর্ম টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ২০ থেকে ৫০ টাকা৷ হাওড়া এখন প্লাটফর্ম টিকিটের মূল্য ৫০ টাকা হয়েছে৷ এবার দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম এক ধাক্কায় বেশ খানিকটা  বাড়তে চলেছে রেল মন্ত্রক৷ অপ্রজনীয় ভ্রমণ রুখতে দূরপাল্লার ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানোর হয়েছে বলে দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রকের৷

ভিড় কমাতে একাধিক দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম এক ধাক্কায় বাড়িয়ে দিল রেল৷ আজ মধ্যরাত থেকে কার্যকর নয়া নির্দেশিকা৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর হবে এই বিধি৷ ট্রেনে অপ্রজনীয় ভিড় রুখতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে৷ ট্রেরের ভিড় নিয়ন্ত্রমে আনতে  ট্রেনের টিকিটের যে সমস্ত ভর্তুকি দেওয়া নেওয়ার ঘোষণা করা হয়েছে৷ আর তার জেরেই একধাক্কায় আজ রাত থেকে ৩১ মার্চ পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেনের টিকিট বাড়ে যাবে৷

অন্যদিকে, করোনা আতঙ্কে ভাটা পড়েছে রেল সফরে৷ টিকিট বাতিল করছেন হাজার হাজার মানুষ৷ সংক্রমণের  ভয়ে ফাঁকাই পড়ে থাকছে রেলের কামরা৷ এই ধাক্কা সামলাতে বাতিল করা হয়েছে ১৫৫টি ট্রেন৷ এই ট্রেনগুলিতে সফর বাতিল করলেও টিকিট বাতিলের জন্য কোনও টাকা কাটা হবে না৷ সম্পূর্ণ টাকাই ফেরত পাবেন যাত্রীরা৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানাল রেল৷ এদিন সকালে রেলের পক্ষ থেকে আরও ৮৪টি ট্রেন বাতিল ঘোষণা করা হয়৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে৷ নোভেল করোনা মহামারির আকার নিতেই কমতে শুরু করে রেলের যাত্রী৷ বাধ্য হয়েই একের পর এক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেয় রেল৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫৫টি ট্রেন বাতিল করা হয়েছে৷

রেলের এক আধিকারিক জানান, বুধবার রাতে নতুন করে ৮৪টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেনগুলি৷ তিনি আরও বলেন, ‘‘ওই ট্রেনগুলিতে যাঁদের টিকিট ছিল, সেই সমস্ত যাত্রীদের বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। টিকিট ক্যান্সেলের জন্য কোনও টাকা কাটা হবে না৷ টিকিটের ১০০ শতাংশ মূল্যই ফেরত দেওয়া হবে যাত্রীদের৷’’

অন্যদিকে, ভিড় কমাতে দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছে রেল৷ স্টেশন চত্বরে অযাচিত ভিড় রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই রেল আধিকারিক৷ শুধু ট্রেন বাতিল বা প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোই নয়,  করোনা সংক্রমণ রুখতে আরও কিছু পদক্ষেপ করেছে রেল। ইতিমধ্যেই বাতানুকুল কামরায় যাত্রীদের কম্বল দেওয়া বন্ধ করা হয়েছে। তুলে নেওয়া হয়েছে পর্দা। এছাড়াও রেলের খাবারের মান বজায় রাখতে ক্যাটারিং কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ক্যাটারিং কর্মী জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টতে আক্রান্ত হলে তাঁকে কাজে বহাল রাখা হবে না বলে জানানো হয়েছে৷ এদিকে ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৯ জন৷ মৃত্যু হয়েছে তিনজনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 4 =