মুম্বই: আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ ভাঙচুর ইতিহাস৷ বিদ্যাসগরের মূর্তি ভাঙচুর৷ শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব ও মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা না বলার হুমকি দিয়েছেন৷ দেশের অন্যান্য রাজ্য থেকেও সমালোচনা করা হয়েছে৷ বাংলার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক মহেশ ভাটও।
মহেশ ভাট টুইট করে লেখেন, বিদ্যাসাগরকে আক্রমণ করার অর্থ আসলে বাংলা ভাষার উপরে আক্রমণ। বর্ণপরিচয়ের মাধ্যমে সহজ সরল ভাবে বাংলা ভাষা শেখার ব্যবস্থা তিনিই করেছিলেন। ঘটনায় এই রাজ্যের বিদ্বজনেরাও সরব হয়েছেন। প্রসঙ্গত, এদিন অমিত শাহের রোড শো ঘিরে ঘটনার সূত্রপাত।
To attack Pandit Vidya Sagar is to attack Bangla language. To begin with he simplified Bangla for studying through Borno Porichoy @derekobrienmp
— Mahesh Bhatt (@MaheshNBhatt) May 15, 2019
তৃণমূলের অভিযোগ বিজেপির লোক মিছিলের মধ্যে থেকেই পাথর ছোড়া শুরু করে বিদ্যাসাগর কলেজ লক্ষ্য করে। ভাঙে বিদ্য়াসাগরের মূর্তি। বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে মিছিল লক্ষ্য করে। এমনকী, মিছিল শুরুর আগে তাঁরা পোস্টারও ছিড়ে ফেলে৷