নয়াদিল্লি: মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার সুখই বিমান৷ ওই যুদ্ধ বিমানে ছিলেন ১৩ জন ক্রি সদস্য৷ তাঁদের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷ অসমের থেকে উড়ান শুরু করার পরই যুদ্ধ বিমানটি নিখোঁজ হয়ে যায়৷ বেলা ১টা নাগাদ শেষ বার যোগাযোগ করা গিয়েছিল ওই যুদ্ধবিমানের সঙ্গে৷
Indian Air Force launches Sukhoi-30 combat aircraft and C-130 Special Ops aircraft on a search mission for locating the IAF AN-32 Aircraft that last contacted ground sources at 1 PM https://t.co/AciubbR92w
— ANI (@ANI) June 3, 2019
বাসুসেনার তররে জানানো হয়েছে, নিখোঁজ বায়ুসেনার সুখই-৩০যুদ্ধবিমান৷ দুপুর ১ থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি ওই বিমানের সঙ্গে৷ বেলা ১২টায় উড়ানের পর থেকেই হদিশ নেই ওই বিমানের৷ অসমের জোরহাট থেকে ওড়ার পর বিছিন্ন হয় যোগাযোগ৷ জোরহাট থেকে উড়ান শুরু করে ওই বিমানটি৷ বিমানে ছিলেন ৮ জন বিমানকর্মী ও ৫ জন৷