বিধি ভঙ্গ! সেনার ছবি ব্যবহার করে BJP-র ‘টাইটেল সং’ প্রকাশ মোদির

নয়াদিল্লি: সেনা বাহিনীর ছবি প্রকাশ করে ভোটের প্রচার রুখতে আগেই বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন৷ বিজ্ঞপ্তি দায়ে সাফ জানিয়েও দেওয়া হয়েছিল, কোন রাজনৈতিক দল তাঁদের ভোট প্রচারে সেনার আবেগ ব্যবহার করতে পারবে না৷ কিন্তু, নির্বাচন কমিশনের তরফে বিধিনিষেধ জারি হলেও ভোটের বাজারে বিজেপির তরফে প্রকাশিত হওয়া ‘ম্যায় ভি চৌকিদার’ এই ‘টাইটেল সং’-এ ব্যবহার হয়েছে সেনার

বিধি ভঙ্গ! সেনার ছবি ব্যবহার করে BJP-র ‘টাইটেল সং’ প্রকাশ মোদির

নয়াদিল্লি: সেনা বাহিনীর ছবি প্রকাশ করে ভোটের প্রচার রুখতে আগেই বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন৷ বিজ্ঞপ্তি দায়ে সাফ জানিয়েও দেওয়া হয়েছিল, কোন রাজনৈতিক দল তাঁদের ভোট প্রচারে সেনার আবেগ ব্যবহার করতে পারবে না৷ কিন্তু, নির্বাচন কমিশনের তরফে বিধিনিষেধ জারি হলেও ভোটের বাজারে বিজেপির তরফে প্রকাশিত হওয়া ‘ম্যায় ভি চৌকিদার’ এই ‘টাইটেল সং’-এ ব্যবহার হয়েছে সেনার ছবি৷

৩মিনিট ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে প্রায় ৯৪ সেকেন্ড সেনার আবেগ ব্যবহার করা চিত্রনাট্য দেখানো হয়েছে৷ প্রায় চার মিনিটের ভিডিওটির শেষে ২মিনিট ৫০ সেকেন্ড থেকে ৩ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত রয়েছে সেনাকে নিয়ে তৈরি করা চিত্রনাট্য৷ ভিডিওটির মাঝে, সেনাবাহিনীর কামানের উপর বসে থাকা নরেন্দ্র মোদিকেও দেখানো হয়েছে৷ নাম উল্লেখ না করেই বালাকোটের এয়ার স্ট্রাইকের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে গোটা ভিডিওটিতে৷ কিন্তু, প্রশ্ন উঠছে কমিশনের আপত্তি থাকা সত্ত্বেও কীভাবে নরেন্দ্র মোদি তাঁর নিজের টুইটার পেজে এহেন ভিডিও প্রকাশ করলেন? এটা কী নির্বাচনী বিধি ভঙ্গের সামিল নয় কি? প্রশ্ন পর্যবেক্ষক মহলের৷

গত ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে আটটায় নরেন্দ্র মোদির পেজে প্রকাশিত হয় বিজেপির নয়া ‘টাইটেল সং’৷ খোদ নরেন্দ্র মোদি বিজেপির প্রচারের স্লোগান ও টাইটেল সং’-এর সূচনা করেন৷ বিজেপি সূত্রে খবর, ‘ম্যায় ভি চৌকিদার’, এই স্লোগান তুলে প্রচার-পর্ব শুরু করবে বিজেপি। এই একই শিরোনাম দিয়ে টুইটারে একটি ভিডিও আপলোডও করেছেন নরেন্দ্র মোদি৷ সেখানে তিনি লেখেন, “আপনাদের চৌকিদার এখনও দাঁড়িয়ে আছে মাথা তুলে৷ এবং জাতির সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছে৷’’ নরেন্দ্র মোদি তাঁর টুইটার অ্যাকাউন্টটিতে লেখেন, ‘‘শুধু আমিই একা নই। যাঁরা যাঁরা দুর্নীতি, নোংরা ও সমাজের শত্রুদের সঙ্গে লড়াই করছেন, তাঁরা প্রত্যেকেই চৌকিদার। ভারতের প্রগতির জন্য যাঁরা লড়াই করছেন প্রত্যেকেই চৌকিদার৷’’

রাফাল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন৷ ‘চৌকিদার চোর হ্যায়’ এই স্লোগানও তুলেছেন সোনিয়াপুত্র। মনে করা হচ্ছে, এরই জবাবে বিজেপির এই নতুন নির্বাচনী স্লোগান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =