চর্চায় কোভ্যাক্সিন, ভারতের সঙ্গে চুক্তি বাতিল করল ব্রাজিল

চর্চায় কোভ্যাক্সিন, ভারতের সঙ্গে চুক্তি বাতিল করল ব্রাজিল

নয়াদিল্লি: ভারতের কোভ্যাক্সিন করোনা ভাইরাসের টিকা নিয়ে ব্যাপক অস্বস্তিতে ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারো। এই ভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেকের সঙ্গে ২,৪০০ কোটি টাকার চুক্তি করেছিল ব্রাজিল প্রশাসন কিন্তু চুক্তিতে অসঙ্গতির অভিযোগ উঠছে দেশের প্রেসিডেন্টের উপর। সেই কারণেই এখন ভারতের সঙ্গে ভ্যাকসিন চুক্তি বাতিল করল ব্রাজিল সরকার। ইতিমধ্যেই ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা করে দিয়েছেন।

অন্যান্য করোনা ভাইরাস ভ্যাকসিনের তুলনায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার দাম বেশি। সেই কারণে এই টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে সওয়াল উঠতে শুরু করেছিল সে দেশে। এরপর জানা গিয়েছিল, ভারতের কাছ থেকে প্রায় ২ কোটি কোভ্যাক্সিন টিকা কেনার চুক্তি করেছিল ব্রাজিল। কিন্তু এখনো পর্যন্ত ভারত কোন টিকা পাঠাইনি, অন্যদিকে টিকার দাম অনেক বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ উঠছে ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই আপাতত গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতের সঙ্গে চুক্তি বাতিল করেছে ব্রাজিল প্রশাসন। একই সঙ্গে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলের সেনেট প্যানেল এই ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?

গোটা ইস্যুর প্রেক্ষিতে কথা বলতে গিয়ে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই প্রেক্ষিতেই আগেভাগে ভারতের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই গোটা ঘটনার বিষয় স্পষ্ট ধারণা হয়ে যাবে সকলের বলে আশা করছেন তিনি। উল্লেখ্য, ভ্যাকসিন বাজারে আসার পর ভারত একাধিক দেশে তা রফতানি করেছে। এখন ভারতে মূলত তিনটি ভ্যাকসিন কাজ করছে তাদের মধ্যে একটি হল  সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + two =