চিনকে মোক্ষম জবাব দিতে সীমান্তে প্রস্তুত ব্রহ্মোস, আকাশ, নির্ভয়

চিনকে মোক্ষম জবাব দিতে সীমান্তে প্রস্তুত ব্রহ্মোস, আকাশ, নির্ভয়

নয়াদিল্লি:  গত মে মাস থেকে উত্তেজনের পারদ চড়ছে লাদাখ সীমান্তে৷ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও, এখনও মেলেনি মজবুত সমাধান সূত্র৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। এমনকী সীমান্তে প্রস্তুত রয়েছে ৫০০ কিলোমিটার পাল্লার ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে বায়ুতে আধাত হানতে সক্ষম ৮০০ কিলোমিটার পাল্লার নির্ভয় ক্রুজ মিশাইল৷ 

আরও পড়ুন- নিশানায় ভারত, পাক মদতে নেপাল সীমান্তে মাথাচাড়া দিচ্ছে জিহাদ, বলছে রিপোর্ট

অন্যদিকে, লাদাখ পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরই পিএলএ-এর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড তিব্বত ও জিনজিয়াংয়ে প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র  তায়েন করে। চিনকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতও৷ যে কোনও পরিস্থিতির মোক্ষম জবাব দিতে সুপারসনিক ব্রহ্মোস, সাবসোনিক নির্ভয় এবং আকাশকে প্রস্তুত রেখেছে। ভারতের তৈরি অস্ত্রগুলির মধ্যে রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, যা বায়ু থেকে বায়ু এবং বায়ু থেকে ভূ-পৃষ্ঠে আঘাত হানতে সক্ষম৷  তিব্বত এবং জিনজিয়াংয়ের এয়াস্ট্রিপগুলি ৩০০ কেজি ওয়ার্ডহেড ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রটি লাদাখ সেক্টরে পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে। এছাড়াও, ব্রহ্মোস ভারতের দ্বীপপুঞ্জের অঞ্চলে কার নিকোবার বিমান ঘাঁটি ব্যবহার করে ভারত মহাসাগরে চোক পয়েন্ট তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =