কেরল: খাঁটি দুধ৷ ব্রাহ্মণরা এই দুই প্রস্তুত করেছে৷ দুধের প্যাকেটে মোটা মোটা করে এমনই দাবি জানাল কেরলে ওম কৃষ্ণা নামে এক সংস্থার৷ তবে, খানেই শেষ নয়৷ চমক আছে আরও৷
গোরক্ষকদের হয়ে সওয়াল করে দুধের প্যাকেটে লেখা হয়েছে, গোরক্ষা মানেই দেশরক্ষা৷ কিন্তু, প্রশ্ন উছঠে, দুধের মতো গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের সঙ্গেও জাতিকে কেন গুলিয়ে দেওয়া হচ্ছে?
Kerala is now selling milk with tagline ‘Brahmins product’. Also the text in Malayalam reads ‘Go raksha, Desh Raksha’. Don’t know whether to laugh or cry!!! #smashbrahmanicpatriarchy pic.twitter.com/amHWh3uxE2
— Asheem PK (@peekeymon) July 31, 2019
সোশ্যাল মিডিয়ায় ওই দুধের প্যাকেটের ছবি শেয়ার করেছেন আসিম পিকে নামের ব্যক্তি প্রথম লেখেন, কেরলে এখন ব্রাহ্মণদের তৈরি ট্যাগ লাইন ব্যবহারকরে দুধের প্যাকেট বিক্রি হচ্ছে৷ এটা রজ্জার৷ এর পরই পোস্টটি ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরাও দুধের প্যাকেট বিক্রি করা নিয়ে নিজেদের আপত্তি তুলতে থাকেন৷