ব্রাহ্মণের হাতে তৈরি খাঁটি দুধ, বিবৃতি দিয়ে জানাল উৎপাক সংস্থার

কেরল: খাঁটি দুধ৷ ব্রাহ্মণরা এই দুই প্রস্তুত করেছে৷ দুধের প্যাকেটে মোটা মোটা করে এমনই দাবি জানাল কেরলে ওম কৃষ্ণা নামে এক সংস্থার৷ তবে, খানেই শেষ নয়৷ চমক আছে আরও৷ গোরক্ষকদের হয়ে সওয়াল করে দুধের প্যাকেটে লেখা হয়েছে, গোরক্ষা মানেই দেশরক্ষা৷ কিন্তু, প্রশ্ন উছঠে, দুধের মতো গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের সঙ্গেও জাতিকে কেন গুলিয়ে দেওয়া হচ্ছে? Kerala

ব্রাহ্মণের হাতে তৈরি খাঁটি দুধ, বিবৃতি দিয়ে জানাল উৎপাক সংস্থার

কেরল: খাঁটি দুধ৷ ব্রাহ্মণরা এই দুই প্রস্তুত করেছে৷ দুধের প্যাকেটে মোটা মোটা করে এমনই দাবি জানাল কেরলে ‌ওম কৃষ্ণা ‌নামে এক সংস্থার৷ তবে, খানেই শেষ নয়৷ চমক আছে আরও৷

গোরক্ষকদের হয়ে সওয়াল করে দুধের প্যাকেটে লেখা হয়েছে, গোরক্ষা মানেই দেশরক্ষা‌৷ কিন্তু, প্রশ্ন উছঠে, দুধের মতো গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের সঙ্গেও জাতিকে কেন গুলিয়ে দেওয়া হচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ওই দুধের প্যাকেটের ছবি শেয়ার করেছেন আসিম পিকে নামের ব্যক্তি প্রথম লেখেন, কেরলে এখন ‌ব্রাহ্মণদের তৈরি ট্যাগ লাইন ব্যবহারকরে দুধের প্যাকেট বিক্রি হচ্ছে৷ এটা রজ্জার৷ এর পরই পোস্টটি ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরাও দুধের প্যাকেট বিক্রি করা নিয়ে নিজেদের আপত্তি তুলতে থাকেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 6 =