ছেলেদের বিয়ের বয়স কমিয়ে আনছে কেন্দ্র, বদল আইনে!

নয়াদিল্লি: ছেলেদের বয়স ১৮ হলেই তাঁরা আগামী দিনে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন৷ এমনই বিধি আনতে চলেছে মোদি সরকার৷ নয়াদিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই কথা৷ সূত্রের খবর, মোদি সরকার ২০০৬ সালে বিবাহ আইন পরিবর্তন আনতে পারে৷ তার আর তাতে ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হতে পারে বলে জানিয়েছে৷ একইসঙ্গে বাল্যবিবাহ পুরোপুরি নিষিদ্ধ

a1ca62dd9c4cf1d53e119042d403f754

ছেলেদের বিয়ের বয়স কমিয়ে আনছে কেন্দ্র, বদল আইনে!

নয়াদিল্লি: ছেলেদের বয়স ১৮ হলেই তাঁরা আগামী দিনে বিয়ের পিঁড়িতে বসতে পারবেন৷ এমনই বিধি আনতে চলেছে মোদি সরকার৷ নয়াদিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই কথা৷

সূত্রের খবর, মোদি সরকার ২০০৬ সালে বিবাহ আইন পরিবর্তন আনতে পারে৷ তার আর তাতে ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হতে পারে বলে জানিয়েছে৷ একইসঙ্গে বাল্যবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হবে বলেও প্রস্তাব দেওয়া হয়েছে৷

২০০৬ সালে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, ছেলেদের বিয়ের নূন্যতম বয়স ধার্য করা হয়েছিল ২১ বছর৷ আর মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল ১৮ বছর৷ সূত্রের খবর, মোদি সরকার চাইছে, পুরানো আইনে বদল করে ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিয়ের নূন্যতম বয়স কম করে ১৮ বছরের নামিয়ে আনতে পারে কেন্দ্র৷

জানা গিয়েছে, প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই একাধিক মন্ত্রকের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক হয়েছে৷ বৈঠকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাবে বলা হয়েছে, বাল্যবিবাহকে কোনও অবস্থাতেই আর বৈধতা দেওয়া যাবে না৷ বর্তমান বিবাহ আইন অনুসারে, মেয়েদের বয়স ১৮ না হলে তাকে পাত্রস্থ করা অপরাধের শামিল৷ গত ১৮ অক্টোবর মোদির মন্ত্রিসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনায় গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে নারী ও শিশু কল্যাণমন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *