উন্নাও: করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কার্ফু জারি হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করায় এক কিশোরকে বেধড়ক মারধর করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কারণ ওই কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের তরফে দাবি করা হয়েছে, লক আপে নিয়ে গিয়ে পুলিশের বেধড়ক মারের ফলে মৃত্যু হয়েছে তাদের ছেলে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জন কনস্টেবল এবং ১ জন হোমগার্ডকে বরখাস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, উন্নাওয়ের বঙ্গারমাও শহরের ভাজপুরি এলাকায় সবজি বিক্রি করত ওই কিশোর। কার্ফু নিয়ম ভেঙে অসময় সবজি বিক্রি করার জন্য তাকে পুলিশ থানায় তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। সেই কারণেই কিশোর এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কিশোরের বয়স মাত্র ১৭ বছর। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই উত্তর প্রদেশে পুলিশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়। দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি তোলা হয় জনসাধারণের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ নিয়েছে উন্নাও পুলিশ কর্তৃপক্ষ। বিবৃতি জারি করে জানানো হয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ২ জন কনস্টেবল এবং ১ জন হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি মামলাও দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। যদিও এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।