চেন্নাই: বুথ ফেরত সমীক্ষা নিয়ে উৎসাহিত বিজেপি। দলের সভাপতি অমিত শাহ থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই মনে করছেন একাধিক বুথ ফেরত সমীক্ষায় যে ফল উঠে এসেছে, তাতে ২৩ মে অক্ষরে অক্ষরে মিলে যাবে! কিন্তু এরই মধ্যে ভিন্ন সুর শোনা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এনডিএর অন্যতম গুরুত্বপূর্ণ শরিক এআইডিএএমকের নেতা ই পালানীস্বামীর মুখে৷
দক্ষিণ ভারতে এনডিএর এই অন্যতম গুরুত্বপূর্ণ শরিক নেতা ই পালানীস্বামী জানিয়েছেন, ‘‘বুথ ফেরত সমীক্ষার ফলাফল মিথ্যা।’’ বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার হিসেব বলছে, শরিকদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিজেপি ৩০২টি আসন পেতে পারে৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১২২টি আসন৷ ১১৮টি আসন পেতে পারে অন্য দল৷
তামিলনাড়ুর হিসেব বলছে, এবার বিরোধী দল ডিএমকের ফল ভাল হবে। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে ২৭টি তাদের দখলে যেতে পারে। একটি সমীক্ষা বলছে, ২৭ নয়, ৩৪টি আসন পেতে পারে করুনানিধির দল। গত বছর তাঁর প্রয়াণের পর ছোট ছেলে এম কে স্ট্যালিন দলের ভার নিয়েছেন। নিজেকে তামিলনাড়ুর মধ্যে আটকে না রেখে গোটা দেশের বিভিন্ন বিজেপি বিরোধী নেতার সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন তিনি। কলকাতায় বিজেপি বিরোধী ইউনাইটেড ইন্ডিয়ায় জনসভায় যোগ দিতে এসেছিলেন তিনি।
বুথ ফেরত সমীক্ষা ঘোষণা হওয়ার পর আজ সন্ধ্যায় ট্যুইট করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এই সমীক্ষার গসিপে আমি বিশ্বাসী নই। এই খেলাটা ম্যানুপুলেট করা হয়েছে অথবা হাজারো ইভিএম বদল করা হয়েছে। সমস্ত বিরোধী দলকে আমি জোটবদ্ধ হতে অনুরোধ করছি এবং এই যুদ্ধ একসাথে লড়ার আহ্বান করছি।’