পোশাকের উপর দিয়ে স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ!

পোশাকের উপর দিয়ে স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ!

নয়াদিল্লি: শিশুকন্যা ও নাবালিকা যৌন নিগ্রহ মামলায় বম্বে হাইকোর্টের দেওয়া রায়ের উপর বুধবার স্থদিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টের দেওয়া এই বিতর্কিত রায়দানের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল গোটা দেশের মানুষ। বম্বে হাইকোর্টের রায় অস্বস্তিকর, মন্তব্য করে  স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের।

গত ১৯ জানুয়ারি বম্বে হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে নাগপুর বেঞ্চের মত অনুযায়ী, ত্বকে স্পর্শ না হলে নাবালিকার বুকে হাত দেওয়াকে পাকসো অর্থাৎ দ্য প্রটেকশন দ্য অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইনের আওতায় ফেলা যাবে না। নাগপুর বেঞ্চের দাবি, ত্বকে-ত্বকে স্পর্শ না ঘটলে তাকে সংস্পর্শ বলা যায় না। আর তাই একটি মামলায় বিতর্কিত পর্যবেক্ষণের জেরে নাগপুর বেঞ্চের মতকেই মান্যতা দেয় বম্বে হাইকোর্ট৷  ওই নির্দিষ্ট মামলায় অভিযুক্ত’র শাস্তিও কমিয়ে দেওয়া হয়৷

এই পর্যবেক্ষণ ও রায়দানকে পর্যালোচনা করে এটর্নি জেলারেল কেকে বেণুগোপাল জানান, যে এই রায়ের প্রভাবে দেশে এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিমকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। তারপরেই সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের রায়কে অস্বস্তিকর বলে স্থগিতাদেশ৷ 

উল্লেখ্য, বম্বে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকেই। এই প্রসঙ্গে সরব হয়েছিলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের খবর শুনে বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই৷ বম্বে হাইকোর্টের রায় বিপজ্জনক ছিল৷’’ এই প্রসঙ্গে সরব হয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twelve =