শ্রীনগর: জন্মুতে সরকারি বাস স্ট্যান্ডে বিস্ফোরণ৷ গ্রেনেড হামলায় জখম হয়েছেন অন্তত ১৮ জন৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ কে বা কারা এই ঘটনা ঘটালো তা এখনও জানা যায়নি৷ হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷
J&K: Blast at Jammu bus stand. Injured admitted to hospital. Area has been cordoned off by security personnel pic.twitter.com/utO7RX0GOp
— ANI (@ANI) March 7, 2019
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ জম্বুতে সরকারি বাস স্ট্যান্ডে বিস্ফোরণ ঘটে৷ কেঁপে ওঠে গোটা এলাকা৷ বিস্ফোরণে ছিটকে পড়েন যাত্রীরা৷ জখম হন ১৮ ছাত্রী৷ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে পুলিশ এসে গোটা এলাকার দখল নেয়৷ উদ্ধার করা হয়, বিস্ফোরকের নমূনা৷
বুধবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেয় ভারতীয় সেনা। সাধারণ মানুষের ওপর আক্রমণ হলেই সাথে সাথে জবাব দেওয়া হবে বলে বুধবার জানিয়ে দেয় ভারতীয় সেনা। এদিন বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক প্রসঙ্গে সেনাবাহিনী বলেছে, “আমরা পেশাদার। সবসময় চেষ্টা করি যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়, বিশেষত নিয়ন্ত্রণরেখা বরাবর। আমরা সবসময় সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছি, যা জনবসতির থেকে দূরে।” গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তিনবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কৃষ্ণা ঘাটি ও সুন্দরবানি সেক্টরে সাধারণ মানুষের বসতি লক্ষ্য করে অনর্থক তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এই হুঁশিয়ারির পর এবার সরকারি বাস স্ট্যান্ডে বিস্ফোরণে ঘটনায় সীমান্তে জারি চূড়ান্ত উত্তেজনা৷