Aajbikel

সাত দিনে এই নিয়ে তৃতীয় বার! ফের বিস্ফোরণ স্বর্ণ মন্দির এলাকায়, গ্রেফতার ৫

 | 
পঞ্জাব পুলিশ

অমৃতসর: ফের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ। বুধবার মধ্যরাতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে৷ কেঁপে ওঠে স্বর্ণ মন্দির সংলগ্ন গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে৷ স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। তবে হতাহতের কোনও খবর নেই৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী। যদিও এমন ঘটনা প্রথম নয়, গত সাত দিনের মধ্যে এই নিয়ে তিন বার স্বর্ণ মন্দির এলাকায় বিস্ফোরণ ঘটল৷ যা নিয়ে উদ্বেগে পঞ্জাব প্রশাসন৷

পুলিশ সূত্রে খবর, হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথ গালিয়ারায় এই বিস্ফোরণটি ঘটে। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট উদ্ধার হয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ৷ 

এই বিস্ফোরণগুলির নেপথ্যে কে বা কারা জড়িত, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। সূত্রের খবর, স্বর্ণ মন্দিরের কাছে অশান্তি সৃষ্টি করাই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল। প্রসঙ্গত, চলতি বছরের ৬ মে স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ সরণিতে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দু’দিন পর একই এলাকায় আবারও বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়।

Around The Web

Trending News

You May like