স্কুটারে বাজির ব্যাগ, আচমকা ভয়ানক বিস্ফোরণে ঝলসে মৃত্যু বাবা-ছেলের

স্কুটারে বাজির ব্যাগ, আচমকা ভয়ানক বিস্ফোরণে ঝলসে মৃত্যু বাবা-ছেলের

পুদুচেরি: দিওয়ালি উৎসবের জন্য বাজি কিনে ছেলেকে নিয়ে ফিরছিলেন বাবা। স্কুটারে ছিল বাজির ব্যাগ। বাড়ি ফেরার পথে সেই বাজির ব্যাগ থেকেই ভয়ঙ্কর বিস্ফোরণ! ঘটনাস্থলে ঝলসে মৃত্যু দুজনের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পুদুচেরিতে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে যে দেখে শিউরে উঠতে হয়। 

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, স্কুটারের সামনে দুই ব্যাগ বাজি রাখা ছিল, তার উপরে বসে ছিল বাচ্চা ছেলেটি। সেই সময়ই জোরাল বিস্ফোরণ ঘটে যায়। ব্যাগে থাকা বাজিতে ঘষা লেগেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই দুর্ঘটনায় আরও ৩ জন জখম হয়েছেন। তারা তখন ওই গাড়ির আশেপাশেই ছিলেন। জানা গিয়েছে, যারা মারা গিয়েছেন তাদের নাম কালাইনেসান (বাবা) ও প্রদীপ (ছেলে)। কুনিমেডুতে নিজেদের বাড়িতে ফেরার পথে পুদুচেরি-ভিল্লুপুরম সীমান্তের কাছেই আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে। ছুটির দিনে ছেলেকে সঙ্গে করে বাজি কিনে বাড়ি ফিরছিলেন কালাইনেসান। ফেরার পথেই অঘটন। 

বিস্ফোরণ ঘটতেই রাস্তায় যারা ছিলেন তারা প্রচণ্ড ভয় পেয়ে যান স্বাভাবিকভাবেই। সঙ্গে সঙ্গে তারা দুটি দেহ দেখতে পান পড়ে থাকতে, দুজনেই ঝলসে গিয়েছিল। এও দেখা যায়, আরও দু’জন মোটরবাইকআরোহী গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন। পুলিশ এখন এই ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =