মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত ১১, গ্রেফতার তিন

মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত ১১, গ্রেফতার তিন

blast

ভোপাল: মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় পর পর বিস্ফোরণ৷ ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে৷ জখম বহু এই ঘটনায় কারখানার মালিক-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিন অভিযুক্ত হল সোমেশ আগরওয়াল, রফিক খান এবং রাজেশ আগরওয়াল।

পুলিশ প্রশাসনের নজর এড়িয়েই মধ্যপ্রদেশের হারদা জেলার বইরাগড় এলাকায় গজিয়ে উঠেছিল একটি অবৈধ বাজি কারখানা। মঙ্গলবার ওই কারখানায় পর পর বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন৷ ক্রমেই তা আশপাশে ছড়িয়ে পড়ে৷ প্রায় ৬০টি বাড়িতে আগুন ধরে যায়৷ এলাকার ১০০টি বাড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৭৪ জন। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nineteen =