বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১১! তামিলনাড়ুতে হাহাকার

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১১! তামিলনাড়ুতে হাহাকার

চেন্নাই: ভয়ঙ্কর বাজি বিস্ফোরণের কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধানগর। এই ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন এবং অন্তত ৩৬ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। যে জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে সেটি চেন্নাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। সূত্রের খবর, বাজি তৈরির ওই কারখানায় একাধিক রাসায়নিক মেশানোর কাজ চলছিল। সেই সময় এই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়। 

ইতিমধ্যেই ভয়ঙ্কর এই বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দফতর থেকে। যারা প্রাণ হারিয়েছেন এই বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যারা গুরুতর আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানস্বামী ইতিমধ্যেই মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশেষজ্ঞদের অনুমান, এই ভয়ঙ্কর বাজি বিস্ফোরণের ঘটনা নিছক দুর্ঘটনা। হয়তো অসাবধানতাবশত কোনভাবে বারুদে আগুন লেগে যায়। তবে সত্যিই এটি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে মৃত এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, যারা এই ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর প্রায় ৯০ শতাংশের ওপর পড়ে গিয়েছে! এই ঘটনায় 5 টি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিকটবর্তী মাদুরাই জেলা থেকেও সাহায্য চাওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + ten =