Aajbikel

বাজি কারখানায় আগুন, বিস্ফোরণ! ঝলসে মৃত্যু ৯ জনের

 | 
বিস্ফোরণ

চেন্নাই: বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ, একাধিক মানুষের মৃত্যু! না, পুজোর আগে এটি বাংলার কোনও ঘটনা নয়, এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, ৯ জনের মৃত্যু হয়েছে আগুনে ঝলসে। আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৫। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়। 

তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় থাকা এক বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, প্রথমে কারখানায় কোনও কারণে আগুন লাগে  ও তার জেরেই বিস্ফোরণের ঘটনা। আরিয়ালুর এবং পেরামবালুর জেলা থেকে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করার মাঝেই ৯ জনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। জানা গিয়েছে, বিস্ফোরণ হয়েছে তার তীব্রতা এতটাই ছিল যে, এলাকা কেঁপে ওঠে। স্থানীয় অনুষ্ঠান এবং মন্দিরে পুজোপার্বণ উপলক্ষ্যে বাজি তৈরি হওয়া এই কারখানায় আগুন কী ভাবে লাগল, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই দুর্ঘটনার জন্য মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা, গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে।  

Around The Web

Trending News

You May like