রাজস্থানের পর ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা তেলেঙ্গানার

রাজস্থানের পর ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা তেলেঙ্গানার

 
তেলেঙ্গানা: রাজস্থানের পর এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করল তেলেঙ্গানা সরকার৷ বুধবারই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারে  ঘোষণা করেছিল রাজস্থান। বৃহস্পতিবার একই পথ অনুসরণ করল তেলেঙ্গা‌নাও। এদিন রাজ্যের সরকার মহামারি আইন, ১৮৯৭ অনুযায়ী ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি বলে ঘোষণা করল তেলেঙ্গানাও।

তেলেঙ্গানা সরকারের তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামোগুলিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিধিনষেধ মেনে সংক্রমণকে চিহ্নিত করা ও তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷ সমস্ত সন্দেহজনক ও নিশ্চিত ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইসিসিস সংক্রমণের কথা সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকো। এবিষয়ে দৈনিক রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে। করোনার মধ্যে নতুন করে বিপদ বাড়াচ্ছে এই ছত্রাক৷ কালো ছত্রাক নামে পরিচিত এই ভাইরাসটি করোনা আক্রান্তদের ফুসফুসে আক্রমণ করছে। ফুসফুস প্রতিস্থাপন কিংবা আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী ভূমিকা পালন করছে এই ব্ল্যাক ফাঙ্গাস।

ডায়াবেটিস রোগীদের করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারের সময় এর আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও ক্যানসার, কিডনি কিংবা হৃদযন্ত্রের অসুখে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রেও করোনাকে জয় করার পরেই অনেক সময় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা যাচ্ছে। যেহেতু সেই সময় শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়, তাই এই ছত্রাক সহজেই শরীরের মধ্যে প্রবেশ করে কাবু করে ফেলে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ হল, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ কিংবা গাল ফুলে ওঠা৷ নাক দিয়ে কালো ধরনের কিছু বেরতে দেখলে সঙ্গে সঙ্গে বায়োপসি করিয়ে নিয়ে চিকিৎসা শুরু করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতে এই কালো ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে অনেকের শরীরে। এই ছত্রাকের হাত থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গও৷ এখনও পর্যন্ত এরাজ্যে মোট ৬ জন আক্রান্ত স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *