কলকাতা: ২৫ ডিসেম্বর, শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ‘মাইক্রো-ডেনেশন’ শিবিরের উদ্বোধন করল বিজেপি৷ ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে ফান্ড গড়ে তোলাই এই মূল লক্ষ্য৷ দলীয় সদস্য তো বটেই, এখানে ডোনেশন করতে পারবেন যে কেউ৷ প্রানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মাইক্রো-ডোনেশন ক্যাম্পে দান করলেন একাধিক বিজেপি নেতা৷ অন্যান্যদেরও অনুদানে উৎসাহিত করা হয়েছে৷ আর উদ্বোধনের দিনেই অনুদান বাক্সে ১০০০ টাকা দিলেন প্রধানমন্ত্রী৷ এই ক্যাম্প চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত৷
এদিন টুইট করে মোদী বলেন, ‘‘আমি ভারতীয় জনতা পার্টির ফান্ডে ১০০০ টাকা অনুদান দিয়েছি৷ দেশকে সবার আগে রাখাই আমাদের আদর্শ৷ আজীবন নিঃস্বার্থ সেবাই আমাদের সংস্কৃতি৷ আপনাদের ক্ষুদ্রদান বিজেপি আরও শক্তিশালী হবে৷ ভারত শক্তিশালী হবে৷’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র সভাপতি জেপি নাড্ডা তাঁদের অনুদানের স্ক্রিনশট শেয়ার করেছেন। দলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, অনুদান ৫টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হতে পারে।
জেপি নাড্ডা বলেন, ‘‘এই মাইক্রো ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে আমাদের কর্মকর্তারা লাখো মানুষের সঙ্গে যুক্ত হবেন৷ নমো অ্যাপে’র মাধ্যমে আমরা এই ডোনেশন সংগ্রহ করব৷ বিশ্বের বৃহত্তম জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে আমি জনগণের আশীর্বাদ চাই৷’’ দলীয় কর্মীদের উদ্দেশে একটি বার্তান নাড্ডা আরও বলেন, সারা দেশে বিজেপি’র দিগন্ত প্রসারিত হয়েছে৷ বিভিন্ন স্তরের মানুষের সমর্থন পেয়েছে ‘গণ আন্দোলন’৷