ধর্মের চোরাস্রোতে মিশল বিজেপি’র কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দরাজ মোদী-শাহ

ধর্মের চোরাস্রোতে মিশল বিজেপি’র কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দরাজ মোদী-শাহ

 

অযোধ্যা:  বহু প্রতীক্ষার পর সরযূর তীরে সূচনা হল এক স্বর্ণযুগের৷ অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন অযোধ্যায় ভূমিপুজোর পর বেশ কিছু টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি বলেন, ‘‘রাম মন্দির নির্মাণের সঙ্গে সঙ্গে এই পূণ্যভূমি সারা বিশ্বে পূর্ণ বৈভবের সঙ্গে জেগে উঠবে৷ ধর্ম ও উন্নয়নের সমন্বয়ে কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে৷’’ 

আরও পড়ুন- বহু শতকের ভাঙা-গড়ার খেলা থেকে মুক্ত শ্রীরাম, আজ স্বর্ণযুগের সূচনা: মোদী

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির বেহাল দশা৷ নতুন করে কোনও নিয়োগ করা হচ্ছে না৷ স্থগিত হয়ে গিয়েছে ডিএ৷ কাটা হচ্ছে বেতন৷ এই পরিস্থিতিতে ধর্মের সঙ্গে কর্ম সংস্থানকে জুড়ে দিচ্ছেন বিজেপি নেতৃত্ব৷ তবে কি কর্মসংস্থানের জন্য ধর্মের মুখাপেক্ষি হতে হবে যুব সমাজকে? ধর্মের দাড়িপাল্লায় বিবেচিত হবে যোগ্যতার মান? এবার হয়তো ধর্মের চোরাস্রোতেই মিশতে চলেছে বিজেপি’র কর্মসংস্থানের প্রতিশ্রুতি৷   

ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির৷ কিন্ত সে প্রতিশ্রুতি এখন বিশ বাও জলে৷ এমনকী পাঁচ বছর ক্ষমতায় থাকার পর দেশের কর্ম সংস্থান ঠিক কতটা হয়েছে সেই রিপোর্ট প্রকাশই করা হল না। কর্ম সংস্থান নিয়ে বারবার বিরোধী কাঁটায় বিদ্ধ হতেও হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে৷ এতদিন যে আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, আজ সেই স্বপ্নেও মিশে গেল রাম নাম৷ প্রভু শ্রীরামের নামেই আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন নমো৷ 

আরও পড়ুন- রামমন্দির তৈরি হওয়ার আগেই সাজিয়ে ফেলতে হবে মনের অযোধ্যা:  মোহন ভাগবত

এদিন রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পর জাতির উদ্দেশে ভাষণে নমো বলেন, এই মন্দির অযোধ্যা নগরীর অর্থ ব্যবস্থাকেই বদলে দেবে৷ এই শহরের অর্থতন্ত্রে বিপুল পরিবর্তন আসবে৷ রাম মন্দির নির্মাণের পর রামলালা আর সীতা মাতার দর্শনে সারা দেশের মানুষ এই শহরে ভিড় জমাবেন৷ শুধু তাই নয়, সারা বিশ্বের মানুষ আসবেন এই মন্দির দর্শনে৷ রাম মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠবে কর্ম সংস্থান৷ তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়েই বিজেপির নির্বাচনী ইস্তেহারে কর্ম সংস্থানের প্রতিশ্রুতিকেও হিন্দুত্বের জোয়ারে ভাসিয়ে দিলেন নমো৷ 

আরও পড়ুন- সাদা ধুতি-সোনালি কুর্তা, সাজ-সজ্জায় ফের চমক মোদীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =