বিজেপির প্রথম অগ্নিপরীক্ষায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস, দেখুন বুথ ফেরত সমীক্ষা

নয়াদিল্লি: সদ্য মিটেছে মহারাষ্ট্র-হরিয়ানার বিধানসভা নির্বাচন৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এই প্রথম অগ্নিপরীক্ষার মুখোমুখি বিজেপি৷ দিনভর ভোটের উত্তাপ আরও খানিকটা বাড়িয়ে প্রকাশিত হল এক্সিট পোল৷ সেখানে মিলছে গেরুয়া ঝড়ের পূর্বাভাস৷ টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, মহারাষ্ট্রে ২৩০টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস জোট পেতে পারে ৪৮টি আসন৷ অন্যান্য পেতে পারে

বিজেপির প্রথম অগ্নিপরীক্ষায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস, দেখুন বুথ ফেরত সমীক্ষা

নয়াদিল্লি: সদ্য মিটেছে মহারাষ্ট্র-হরিয়ানার বিধানসভা নির্বাচন৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এই প্রথম অগ্নিপরীক্ষার মুখোমুখি বিজেপি৷ দিনভর ভোটের উত্তাপ আরও খানিকটা বাড়িয়ে প্রকাশিত হল এক্সিট পোল৷ সেখানে মিলছে গেরুয়া ঝড়ের পূর্বাভাস৷

টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, মহারাষ্ট্রে ২৩০টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস জোট পেতে পারে ৪৮টি আসন৷ অন্যান্য পেতে পারে ১০টি আসন৷ ইন্ডিয়া টুডে ও এক্সিসের সমীক্ষা রিপোর্ট বলছে, মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে বিজেপি ফের একবার ক্ষমতায় আসতে চলেছে৷ টিভি নাইন মারাঠি তাদের সমীক্ষা রিপোর্টে জানিয়েছে, মহারাষ্ট্রে বিজেপি জোট ১৯৭টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস পেতে পারে ৭৫টি আসন৷ এবিপি ভোটারের সমীক্ষায় মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে বিজেপি৷ সেখানে ২০৪টি আসন পেতে পারে বলেও সমীক্ষায় বলা হয়েছে৷ কংগ্রেস-এনসিপি জোট ৬৯টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে৷ অন্যান্যদের দেওয়া হয়েছে ১৫টি আসন৷ নিউজ ১৮ ও আইপিএসওয়েস সমীক্ষায় মহারাষ্ট্রে ২৪৩টি আসন বিজেপিকে দেওয়া হয়েছে৷ ইন্ডিয়া টুডে মাই এক্সিস সমীক্ষায় মহারাষ্ট্রে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে৷ সেখানে বিজেপিকে দেওয়া হচ্ছে ১৮১টি আসন৷ এনডিটিভির সমীক্ষায় মহারাষ্ট্রে বিজেপি পেতে চলেছে ২১১টি আসন৷ কংগ্রেস ৬৪টি আসন৷ অন্যান্য ১৩টি৷

এনডিটিভি সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় এগিয়ে বিজেপি৷ বিজেপি হরিয়ানাতে ৬৬ আসন নিয়ে সরকার গঠন করতে পারে বলে পূর্বাভাস মিলেছে৷ কংগ্রেস সেখানে পেতে পারে ১৪টি আসন৷ জন কি ভাত সমীক্ষা রিপোর্ট বলছে হরিয়ানায় বিজেপি পেতে পারে ৫৭টি আসন৷ কংগ্রেস ১৭টি ও অন্যান্য ১৬টি আসন৷ পোলস ফর পোলসের সমীক্ষা বলছে, হরিয়ানাতে বিজেপি পেতে পারে ৬৩টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১৬টি আসন৷ অন্যান্যদের দেওয়া হয়েছে ১১টি৷ টাইমস নাওয়ের সমীক্ষা সমীক্ষা, হরিয়ানায় ৭১টি আসন পেতে চলেছে বিজেপি৷ কংগ্রেস পেতে পারে মাত্র ১১টি আসন৷ অন্যান্যরা ৮টি আসন৷ এনডিটিভির সমীক্ষায় হরিয়ানার ক্ষেত্রেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে৷ হরিয়ানায় বিজেপি পেতে পারে ৬৬টি আসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *