নয়াদিল্লি: বাংলায় গণতন্ত্র বাঁচানোর দাবিতে কলকাতার রাজপথে টানা তিন দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বাংলার গণতন্ত্র ‘বাঁচানো’র নামে রাজধানীর বুকে ধর্নায় বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ দিল্লির যন্তর মন্তরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ এই স্লোগান তুলে বিক্ষোভে বসেছেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন৷ একই সঙ্গে আজ কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দাবিতে বিক্ষোভ চলছে৷ বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়৷
গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসে চরম সংঘাত শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সারদা তদন্তে ‘সহযোগিতা’ না করার অভিযোগ নিয়ে সিবিআই অফিসারেরা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হাজির হতেই পরিস্থিতি জটিল আকার নেয়। কলকাতা পুলিশ আটকে দেয় সিবিআইকে। নজিরবিহীন ভাবে সিপি’র বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী। পদস্থ পুলিশ অফিসারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তার পরই ঘোষণা করেন, মোদি সরকারের হাত থেকে দেশের সংবিধানকে ‘বাঁচাতে’ তিনি অবিলম্বে নিজে ধর্নায় বসবেন। এই ধর্নাকে তিনি ‘সত্যাগ্রহ’ বলে অভিহিত করেছেন। রাজীব কুমারকে ‘বিশ্বের সেরা পুলিশ অফিসারদের অন্যতম’ বলেও বর্ণনা করেন মুখ্যমন্ত্রী৷
দিল্লির যন্তর মন্তরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দাবিতে বিক্ষোভ চলছে… #SaveBengalSaveDemocracy pic.twitter.com/ypPsC8NTvd
— BJP Bengal (@BJP4Bengal) May 15, 2019
কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দাবিতে বিক্ষোভ চলছে…#SaveBengalSaveDemocracy pic.twitter.com/mv7TBeOsFS
— BJP Bengal (@BJP4Bengal) May 15, 2019
এবার বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মিছিল ঘিরে আশান্তি ও বাংলায় গণতন্ত্রের পরিবেশকে কাঠগড়ায় তুলে খোদ রাজধানীর বুকে ধর্না পালন বিজেপি নেতৃত্বের৷ বুধবার বিজেপির ধর্না মঞ্চ থেকে বাংলার অবস্থা তুলে ধরে তৃণমূল শাসনের বিজ্ঞপন তুলে ধরা হয়৷