আগরতলা: আগতরতলা পুরভোটে একের পর এক ওয়ার্ডে পদ্ম ফুটতে শুরু করেছে৷ ইতিমধ্যেই আগরতলা কর্পোরেশনের ৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি৷ ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী অভিষেক দত্ত, ১৯ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী ভাস্বতী দেববর্মা৷ ২০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি’র রত্না দত্ত৷ ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী তুষার ভট্টাচার্য৷ ৩৬ নম্বর ওয়ার্ডে জয়ী নীতু গুহ দাস৷ পদ্ম ফুটেছে ২ নম্বর এবং ৩৭ নম্বর ওয়ার্ডেও৷ ৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাপি দাস৷ এদিকে সন্ত্রাসের অভিযোগে ৭ গণনাকেন্দ্র বয়কট করেছে বামেরা৷
আরও পড়ুন- ভোট গণনার শুরুতেই আগরতলায় দু’টি ওয়ার্ডে জয়ী BJP, দ্বিতীয় তৃণমূল
আগরতলা পুরসভা ছিল বামেদের হাতে৷ এদিন গণনার শুরুতেই এগিয়ে গিয়েছে বিজেপি৷ উচ্ছ্বাস শুরু হয়েছে পদ্ম শিবির৷ দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ তৃতীয় স্থানে নেমে গিয়েছে বামফ্রন্ট৷ একের পর এক ওয়ার্ড হাতছাড়া হচ্ছে তাদের৷ মোট ২২২টি আসনের ফল প্রকাশিত হবে৷ রাজ্যজুড়ে মোট ১৩টি গণনাকেন্দ্র রয়েছে৷ গণনাকেন্দ্রের চারপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং কেন্দ্রীয় বাহিনী। গত বৃহস্পতিবার ভোট চলার সময়ই নজিরবিহীন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ত্রিপুরায় অতিরিক্ত দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে বলেছিল শীর্ষ আদালত।