বাংলায় খুব ভাল ফল করবে বিজেপি, চোটে লাল তৃণমূল!

নয়াদিল্লি ও কলকাতা: মোদি-শাহের সাংবাদিক বৈঠক নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলছে তৃণমূল৷ নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর শুক্রবার দিল্লিতে মোদি-শাহ জুটির সাংবাদিক বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তৃণমূলের৷ এই বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হতে পারে কমিশনে৷ এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ অভিযোগ করেন, বাংলায় রাজনৈতিক হিংসা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ খুন হয়েছেন বিজেপির ৮০জন

বাংলায় খুব ভাল ফল করবে বিজেপি, চোটে লাল তৃণমূল!

নয়াদিল্লি ও কলকাতা: মোদি-শাহের সাংবাদিক বৈঠক নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলছে তৃণমূল৷ নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর শুক্রবার দিল্লিতে মোদি-শাহ জুটির সাংবাদিক বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তৃণমূলের৷ এই বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হতে পারে কমিশনে৷

এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ অভিযোগ করেন, বাংলায় রাজনৈতিক হিংসা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ খুন হয়েছেন বিজেপির ৮০জন কর্মী৷ বাংলায় বিজেপি খুব ভাল ফল করবে বলেও দাবি করেন অমিত শাহ৷ বিজেপি সভাপতির এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের অভিযোগ, বাংলায় ভোটের প্রচার নিয়ে কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরেও এ রাজ্য নিয়ে মন্তব্য করে আদর্শ আচরণবিধি ভেঙেছেন বিজেপি সভাপতি৷ তৃণমূল মহাসচিবের দাবি, ‘‘ওঁরা ৮০ জন খুন হওয়ার কথা বলছেন৷ আটজনের নাম বলতে পারবেন?’’

দিল্লিতে সাংবাদিক বৈঠকে বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপি সভাপতির বলেন, ‘‘বাংলায় বিজেপির ৮০ জন কর্মী মারা গিয়েছেন। আমরা তো গোটা দেশে লড়ছি, কেরল, তামিলনাড়ু কোথাও তো এমন হচ্ছে না। তাহলে বাংলায় কেন হচ্ছে?’’ অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলায় খুব ভাল ফল হবে বলে দাবি করেন অমিত শাহ৷

বাংলায় বিজেপি-র ভাল ফল করা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেছেন পার্থ৷ বলেন, ‘‘গদ্দারের কথায় ভরসা করে ওঁরা ভাল ফলের আশা করছে, ওঁরা জানেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঁরা যে টাকা ঢালছে, তা জলে যাবে। দিল্লিতে কেন, ক্ষমতা থাকলে বাংলায় এসে ভাল ফল করার কথা বলুক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =