ভোপাল: লোকসভা ভোট শেষ হতেই বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টার অভিযোগ তুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ। ইতিমধ্যেই রাজ্যে আস্থা ভোটের দাবি তুলেছে গেরুয়া শিবির। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে তারা কংগ্রেস বিধায়কদের টাকা ও পদের লোভ দেখাচ্ছে বলে সরব হলেন এই প্রবীণ কংগ্রেস নেতা।
মঙ্গলবার ভোপালে লোকসভা নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন কমল নাথ। এরপর তিনি অভিযোগ করেন, ‘ফোন করে বিধায়কদের টাকা ও পদের লোভ দেখানো হচ্ছে। অন্তত ১০ জন বিধায়ক আমায় এই অভিযোগ করেছেন।’ তবে বিজেপির ঘোড়া কেনাবেচার চক্রান্ত সফল হবে না বলে মতপ্রকাশ করেছেন ‘আত্মবিশ্বাসী’ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কংগ্রেস বিধায়কদের উপর পূর্ণ আস্থা আছে। বিজেপি দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এই সব করছে। আমাদের কোনও সমস্যা নেই।’