নয়াদিল্লি: বাংলার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করা হচ্ছে৷ সংসদে রাজ্যের ইস্যু তোলা হচ্ছে৷ এটা নিয়ম বহির্ভূত বলে দাবি তৃণমূল সাংসদের৷ একই সঙ্গে বিজেপিকে চাপে ফেলতে রাজ্যসভায় মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া ভিডিও ফুটেজ বাংলা ও ইংরেজি তর্জমা রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে দিয়েছে তৃণমূল৷
বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা যেভাবে প্রতিদিন লোকসভায় রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করছেন, তা যাতে অবিলম্বে বন্ধ করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কড়া অবস্থান নেওয়ার দাবি তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷ হস্তক্ষেপের দাবিতে তুলেছেন মহুয়া মৈত্র৷
তৃণমূলের রাজ্যসভার নেতা তথা দলের মুখ্য মুখপাত্র ডেরেক ও’ব্রায়ান জানিয়েছেন, রাজ্যকে অ্যাডভাইসরি পাঠিয়েই থামছে না বিজেপি৷ সংসদ অধিবেশনে শেষ হলেই নখ দাঁত বের করব বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকিও দেওয়া হচ্ছে৷ ভিডিও ফুটেজ জমা দিয়েছি৷ এবার কী ব্যবস্থা হয় দেখি৷