BJP Taunt Rahul Gandhi
নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রবাসী ভারতীয়দের এক সভায় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী ভারতের নির্বাচন কমিশন (EC)কে এক হাত নেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি তীব্র অভিযোগ তোলেন৷ কমিশনকে “কম্প্রোমাইজড” বলেও আখ্যা দেন রাহুল। এই অভিযোগে দেশজুড়ে রাজনৈতিক অস্বস্তি সৃষ্টি হয়েছে।
রাহুল গান্ধীর অভিযোগ BJP Taunt Rahul Gandhi
রাহুল গান্ধীর দাবি, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় কমিশনের রিপোর্টে যে ভোটার সংখ্যা প্রকাশিত হয়েছিল, তা ছিল সন্দেহজনক। তাঁর মতে, সন্ধ্যা সাড়ে পাঁচটায় যে ভোটার সংখ্যা প্রকাশ করা হয়েছিল, রাত সাড়ে সাতটায় মাত্র দু’ঘণ্টায় ৬৫ লক্ষ নতুন ভোটার যোগ হয়৷ যা এক কথায় অসম্ভব। তিনি আরও বলেন,
“এটা খুবই স্পষ্ট যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে কম্প্রোমাইজড। সিস্টেমে কিছু বড় সমস্যা রয়েছে।”
রাহুল আরও বলেন, “মহারাষ্ট্রে ভোটের সংখ্যা ছিল এমন, যে সংখ্যা মহারাষ্ট্রের মোট জনসংখ্যার থেকেও বেশি।” এর ফলে নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের অস্বচ্ছতা রয়েছে বলেও তিনি দাবি করেন।
বিজেপির পাল্টা আক্রমণ BJP Taunt Rahul Gandhi
রাহুল গান্ধীর এই মন্তব্যের পর বিজেপি তীব্র প্রতিবাদ জানায়। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাহুলের বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, “রাহুল গান্ধী দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি জামিনে আছেন, আর বিদেশে গিয়ে দেশকে অপমান করছেন।” পাত্র আরও বলেন, “রাহুল গান্ধী যখন দেশকে অপমান করছেন, তখন তিনি কি বুঝতে পারছেন না যে তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন?”
পাত্রের কথায়, “মহারাষ্ট্রে আমাদের জোটের জয় একেবারে সঠিক ছিল। রাহুল গান্ধী আবারও চেষ্টা করছেন দেশের গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করতে।”
নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া
এদিকে, নির্বাচন কমিশন রাহুল গান্ধীর অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “রাহুল গান্ধী যেসব অভিযোগ তুলেছেন, সেগুলি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং প্রক্রিয়াগতভাবে সঠিক নয়।”
কমিশনের সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রে স্পেশাল সামারি রিভিশন (SSR) প্রক্রিয়া চলাকালীন খুব কম আপিল জমা পড়েছে—মাত্র ৮৯টি। কমিশনের মতে, এই প্রক্রিয়ার পর মহারাষ্ট্রের ভোটার তালিকা একেবারে সঠিক এবং অপরিবর্তিত রয়েছে। কমিশন আরও জানিয়েছে, নির্বাচনী তালিকায় ১৩ মিলিয়ন বুথ লেভেল এজেন্টের মধ্যে শুধু ৮৯টি আপিল জমা পড়েছে, যা অত্যন্ত কম।
রাহুলের অভিযোগের ভিত্তি
রাহুল গান্ধী যে ৬৫ লাখ ভোটারের সংযোগের কথা বলছেন, সেটি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গতিপূর্ণ তথ্যের সঙ্গে মেলে না। নির্বাচন কমিশন জানিয়েছে, মহারাষ্ট্রে মোট ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৮২ লক্ষ। ৬৫ লাখ ভোট এক ঘণ্টায় বৃদ্ধি পাওয়ার ঘটনা বাস্তবিক অসম্ভব।
ভবিষ্যৎ প্রতিক্রিয়া
রাহুল গান্ধীর এই অভিযোগ দেশের রাজনৈতিক দৃশ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে, নির্বাচনী সিস্টেমের বিশ্বাসযোগ্যতা নিয়ে চলতি বিতর্ক অনেক বড় আকার নিতে পারে। এখন প্রশ্ন উঠছে, কমিশনের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ দেশজুড়ে কী ধরনের রাজনৈতিক অভিঘাত তৈরি করবে এবং এতে সরকারের কী প্রতিক্রিয়া থাকবে?
বিজেপি-র উত্তর: রাহুল গান্ধীর অভিযুক্ত ‘দেশদ্রোহ’
বিজেপি রাহুল গান্ধীকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। বিজেপি নেতাদের দাবি, রাহুল বিদেশে গিয়ে দেশের গণতন্ত্র ও নির্বাচন কমিশনকে অপমান করছেন। তাদের মতে, রাহুল গান্ধী যদি এমন মন্তব্য করতে থাকেন, তবে তাকে দেশের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য বুঝতে হবে।
National: Rahul Gandhi criticized the Election Commission during a US event, alleging irregularities in Maharashtra Assembly elections. He called the EC “compromised” after a suspicious surge in voter numbers. BJP sharply responds, calling Gandhi’s comments baseless.