হাথরস গণধর্ষণে অভিযুক্তদের সমর্থনে খাপ পঞ্চায়েত বিজেপির, বিরাট জনসভা

হাথরসের গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে যেখানে দেশজুড়ে চলছে প্রতিবাদ, মিটিং, মিছিল, সভা; সেখানে উত্তরপ্রদেশে অভিযুক্তদের সমর্থন করে সভা করতে দেখা গেল বিজেপির এক নেতাকে। ঠিক যেন উন্নাও কাণ্ডের প্রতিফলন। কারণ এমন ঘটনা উন্নাও ধর্ষণে সময়ও ঘটেছিল। ধর্ষকদের সমর্থনে সেবারও সভা করেছিল বিজেপি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই সভার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল সাইটে উঠেছে নিন্দার ঝড়।

 

লখনউ: হাথরসের গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে যেখানে দেশজুড়ে চলছে প্রতিবাদ, মিটিং, মিছিল, সভা; সেখানে উত্তরপ্রদেশে অভিযুক্তদের সমর্থন করে সভা করতে দেখা গেল বিজেপির এক নেতাকে। ঠিক যেন উন্নাও কাণ্ডের প্রতিফলন। কারণ এমন ঘটনা উন্নাও ধর্ষণে সময়ও ঘটেছিল। ধর্ষকদের সমর্থনে সেবারও সভা করেছিল বিজেপি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই সভার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল সাইটে উঠেছে নিন্দার ঝড়।

জানা গিয়েছে হাতরসে কুড়ি বছর বয়সি তরুণীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাদের সমর্থনের সভার আয়োজন করেন স্থানীয় বিজেপি নেতা রাজবীর সিং পহেলবান। হাথরাস গণধর্ষণে অভিযুক্তদের যে চারজনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে তারা প্রত্যেকেই উচ্চবর্ণের। বিজেপি নেতা রাজনাথ সিং পহেসবানের বক্তব্য উচ্চবর্ণের যুবককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। সরকারের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র চলছে। হাথরাসের নির্যাতিতাকে তাঁর মা এবং ভাই খুন করেছে বলেও দাবি করেন তিনি। আর সেই কারণেই নাকি ব্যক্তিগত উদ্যোগে তিনি সভার আয়োজন করেছেন। রাজীবের ওই সভায় উপস্থিত ছিল সমাজের উচ্চবর্ণের মানুষ। এমনকি ওই চার অভিযুক্তের পরিবার সভায় হাজির ছিল বলে খবর।

আরও পড়ুন: বিহার নির্বাচনেও ‘হাথরস’ প্রভাব! দলিত ভোট বাঁচাতে যোগীকে সতর্ক করল বিজেপি

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে জানিয়েই নাকি এই সভার আয়োজন করা হয়েছে। তারা এও জানিয়েছে যে উচ্চবর্ণের ৪ যুবককে বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্যই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে তারা। তবে এই ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্নষ হাথরাসে যেখানে করোনার অজুহাত দেখিয়ে গ্রামে সংবাদমাধ্যমকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছিল না সেই গ্রামে রাতারাতি এমন সভার আয়োজনের অনুমতি কিভাবে দেওয়া হল? ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার ম্যাজিস্ট্রেট প্রেম প্রকাশ মিনা বলেছেন এই সভা সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই।

আরও পড়ুন: গণধর্ষণ কাণ্ডে চুপ, অথচ গান্ধীজির আদর্শ নিয়ে টুইট, শাহরুখকে একহাত নিলেন সায়নী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *