বিরোধীদের অভিযোগ সত্য প্রমাণ করলেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। পুলওয়ামার ঘটনা এবং সার্জিকাল স্ট্রাইকের পর বিরোধীরা বিজেপির দিকে আঙুল তুলে বলেছে, কেন্দ্রের শাসক দল সেনাদের বলিদান নিয়ে রাজনীতি করছে। ইয়েদুরাপ্পা মনে করেন, এই আকাশ হানা নরেন্দ্র মোদির পক্ষে হাওয়া তৈরি করেছে।
আসন্ন লোকসভা নির্বাচনে কর্নাটকে বিজেপি ২৮টির মধ্যে ২২টিতে জিতবে। তাঁর কথায়, “প্রতিদিনই বিজেপির পক্ষে জোরদার হাওয়া বইছে। পাকিস্তানে ঢুকে বিমানহানা দেশে মোদির পক্ষে হাওয়া তৈরি করেছে। লোকসভার ভোটে তার প্রতিফলন দেখা যাবে।” ইয়েদুরাপ্পার ধারণা, যুবকদের এটা উৎসাহিত করেছে। কর্নাটকে এখন বিজেপির হাতে ১৬টি লোকসভার আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার মন্তব্যকে বিরক্তিকর বলে বর্ণনা করেছে রাজ্য কংগ্রেস। কাশ্মীর পরিস্থিতিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা লজ্জাজনক। দেশের নিরাপত্তা নয়, ভোটে জেতাই বিজেপির লক্ষ্য। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, শহিদ পরিবারের চোকের জল এখনও শুকায়নি। তারইমধ্যে বিজেপি ভোটে কত আসন পাবে তা নিয়ে অঙ্ক কষছে।