সুরাট: আর কয়েক সপ্তাহ পরেই উত্তরপ্রদেশ নির্বাচন। যোগী রাজ্য ছাড়াও ভোট রয়েছে আরও বেশ কয়েকটি রাজ্যে। তাই এখন থেকে বিজেপি সহ সব দল নিজেদের ভোট প্রস্তুতি তুঙ্গে রেখেছে। করোনা পরিস্থিতির জন্য প্রচারে অনেক কাটছাঁট রয়েছে ঠিকই কিন্তু মানুষের আরও কাছে পৌঁছতে কোনও কিছু বাকি রাখছে না কোনও রাজনৈতিক দলই। অনলাইন প্রচার থেকে ভার্চুয়াল সভা, সবই হচ্ছে। আর দলটার নাম যখন বিজেপি, তাই তারা প্রচারে একটু অন্যরকম কিছু করবে তা বলাই যায়। সেই প্রেক্ষিতেই তারা বাজারে আনল ‘বিজেপি শাড়ি’।
সুরাটের এক শাড়ি প্রস্তুতকারি সংস্থা এই ‘বিজেপি শাড়ি’ বাজারে এনেছে যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ রয়েছে। পাশাপাশি গোটা শাড়ি জুড়ে রয়েছে বিজেপির প্রতীক পদ্ম। আপাতত চারটি শাড়ি তৈরি করে তা মডেলদের পরিয়ে ‘স্যাম্পেল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংস্থা জানাচ্ছে, আপাতত তারা এই শাড়ির জন্য ভালই প্রতিক্রিয়া পাচ্ছেন এবং আশা করছেন নির্বাচন আবহে তাদের এই শাড়ি দারুণ বিক্রি হবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের একাধিক দোকান থেকে তাদের কাছে এই শাড়ির অর্ডার আসতে শুরু করেছে বলেও জানিয়েছে তারা। মূলত প্রয়াগরাজ, লখনউ এবং বারাণসী থেকে তাদের কাছে অর্ডার আসছে বলে জানান হয়েছে। আপাতত প্রত্যেক শাড়ির দাম ১৫০ থেকে ২০০ রাখার পরিকল্পনা করছে তারা, যাতে ভোট আবহে আরও বেশি অর্ডার আসে।
তবে এই প্রথমবার এই ধরণের শাড়ি তৈরি করছে না সুরাটের এই সংস্থা। এর আগে ২০১৪ এবং ২০১৯ সালে নির্বাচনের আগে বিজেপির প্রতীক এবং নরেন্দ্র মোদীর মুখ আঁকা শাড়ির অর্ডার তাদের কাছে এসেছিল। এছাড়াও বিভিন্ন শাড়িতে একাধিক স্লোগান এবং ছবিরও ব্যবহার করা হয়েছিল তখন।