নয়াদিল্লি: চলছে দু’রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ হরিয়ানা ও মহারাষ্ট্র ধরে রাখার প্রেস্টিজ ফাইট বিজেপির৷ লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে দেশের ক্ষমতা দখলের পর এই প্রথম অগ্নিপরীক্ষার মুখোমুখি কেন্দ্রের নরেন্দ্র মোদির বিজেপি৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফলাফলের ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে৷ হরিয়ানা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ ইতিমধ্যেই ঘোড়া কেনা বেচার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিজেপি৷
ভোটের ট্রেন্ডিং বলছে, মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ইতিমধ্যেই বিজেপি এগিয়ে রয়েছে ১৬০টি আসনে৷ কংগ্রেস ৯৬টি ও অন্যান্য ৩২টি আসনে৷ মহারাষ্ট্র বিজেপির হাতে চলে যাওয়ার ইঙ্গিত মিললেও হরিয়ানা বিধানসভা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
ফলাফলের ট্রেন্ড বলছে, হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪১টি আসনে এগিয়ে৷ কংগ্রেস এগিয়ে ২৭টি আসনে৷ অন্যান্যরা ২২টি আসনে এগিয়ে রয়েছে৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানার ফলাফল যা বলছে তাতে ত্রিশঙ্কু হতে চলেছে এই বিধানসভার ফলাফল৷ কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়৷ কংগ্রেসের তরফে সরকার গঠনের দাবি জানিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং৷ তবে হাল ছাড়তে নারাজ বিজেপি৷ জেজেপির নেতা দুষ্মন্ত চৌতালা সাফ জানিয়ে দিয়েছেন, হরিয়ানা বিধানসভায় ভাগ্য রয়েছে বিজেপির হাতে৷
Dushyant Chautala: Na BJP, na Congress 40 par karegi, satta ki chabi JJP (Jannayak Janata Party) ke haath mein hogi. #HaryanaAssemblyPolls pic.twitter.com/qvYAVvKl7Y
— ANI (@ANI) October 24, 2019
#WATCH Senior Congress leader & former Haryana CM Bhupinder Singh Hooda in Rohtak: Congress ka bahumat aayega. #HaryanaAssemblyPolls pic.twitter.com/dxzdQNY09c
— ANI (@ANI) October 24, 2019
#WATCH Jannayak Janata Party (JJP) leader Dushyant Chautala in Jind: Haryana ki janta ka pyar mil raha hai. Badlaav ki nishaani hai. 75 paar toh fail hogaya (for BJP), ab Yamuna paar karne ki baari hai. #HaryanaAssemblyPolls pic.twitter.com/ufdyqtkqLz
— ANI (@ANI) October 24, 2019
প্রয়োজনে বিরোধীদের সঙ্গে কথা বলে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মোহনলাল খাট্টার জানিয়েছেন, তিনি বিরোধী দলের বিধায়কদের সঙ্গে কথা বলবেন৷ তারপর নেবেন পরবর্তী সিদ্ধান্ত৷ বিজেপি তরফে সরকার গঠনের বিষয়ে বিরোধী বিধায়কদের সঙ্গে আলোচনার ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে ঘোড়া কেনাবেচার আশঙ্কা৷ কর্ণাটক বিধানসভার মতো হরিয়ানা বিধানসভায় একই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ পর্যবেক্ষক মহলের একাংশের ধারণা, হরিয়ানার দখলে রাখতে বিধায়ক কিনতে পারে৷ আর তার জেরে লোভনীয় প্রস্তাব দেওয়া হতে পারে সদ্য জয়ী বিধায়কদের৷ আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷ অনেকেই বলতে শুরু করেছেন, বিজেপি কি তাহলে টাকা ছড়িয়ে হরিয়ানা দখলের পথে এগোচ্ছে? যদিও এখনও পর্যন্ত ভোটের ট্রেন্ডিং যা, তাতে সেদিকেই জল গড়াচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি৷ নির্বাচন কমিশনের তরফে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হওয়ার পর হরিয়ানার ভাগ্য নির্ধারণ হতে চলেছে৷