উল্টো ঝুলিয়ে মুসলিম নেতার দাঁড়ি কামিয়ে দেওয়ার হুমকি বিজেপি সাংসদের

ফের সাম্প্রদায়িক মন্তব্য বিজেপি সাংসদের৷ এবার এই তালিকায় বিজেপি সাংসদ ধরমপুরী অরবিন্দ৷ তেলেঙ্গানার পুরসভা নির্বাচনের আগে সিএএ ও এনআরসি ইস্যুতে নিজামাবাদে প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি৷ তার আগে শনিবার নিজামাবাদ থেকেই তার উদ্দেশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ ধরমপুরী অরবিন্দ৷ যা ভীষণভাবে সাম্প্রদায়িক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল৷

03b6a5f4ebf4cdd4bd897291c9bd9515

তেলেঙ্গানা: ফের সাম্প্রদায়িক মন্তব্য বিজেপি সাংসদের৷ এবার এই তালিকায় বিজেপি সাংসদ ধরমপুরী অরবিন্দ৷ তেলেঙ্গানার পুরসভা নির্বাচনের আগে সিএএ ও এনআরসি ইস্যুতে নিজামাবাদে প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি৷ তার আগে শনিবার নিজামাবাদ থেকেই তার উদ্দেশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ ধরমপুরী অরবিন্দ৷ যা ভীষণভাবে সাম্প্রদায়িক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল৷

এদিন এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে ধরমপুরী ওয়াইসি র উদ্দেশ্যে বলেন, ‘‘তোমাকে (আসাউদ্দিন ওয়াইসি) সতর্ক করছি যে ক্রেনে উল্টো করে ঝুলিয়ে তোমার দাঁড়ি কাটব৷ তারপর সেটা মুখ্যমন্ত্রীর (কেসিআর) সঙ্গে আটকে পদোন্নতি করব৷’’ এর আগেও ওয়াইসি কে সতর্ক করেছেন এই বিজেপি সাংসদ৷ দেশদ্রোহী হিসেবে ওয়াইসিকে জেলে পুরে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন৷

বিজেপি নেতৃত্বদের একাধিক সাম্প্রদায়িক উক্তি এর আগেও সমালোচনার ঝড় তুলেছে৷ কিছুদিন আগেই নাগরিকত্ব সংশোধনী প্রতিবাদ নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির 'উনকে কাপড়ো সে হি পতা চল যাতা হ্যায়' মন্তব্যটি ঘিরে জোরদার  সমালোচনার মুখে পড়তে হয় তাকে৷ এরপর আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এক মুসলিম যুবকের কমেন্টের রিপ্লাই দিয়ে লেখেন 'আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই, তারপর পোস্টকার্ডে জবাব দেব৷'এই মন্তব্যকে ঘিরেও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া৷

একদিকে যখন নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে 'মুসলমান' সম্প্রদায়ের উল্লেখ না থাকায় বিতর্ক তৈরি হয়েছে৷ এই আইনকে ধর্মের ভিত্তিতে আইন বলেও উল্লেখ করে অসাংবিধানিক বলে সোচ্চার হয়েছেন বিরোধী দলগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ৷ তবে বিরোধীরাই নাকি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে জোর গলায় পাল্টা দাবি করছে গেরুয়া শিবির৷ কিন্তু এরপরেও শাসক শিবির থেকে একের পর এক সাম্প্রদায়িক মন্তব্য এনআরসি নিয়ে বিরোধীদের দাবিকেই যে আরও জোরদার করে তুলছে তার প্রমাণ দিচ্ছেন খোদ দলের নেতা-মন্ত্রিরাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *