নয়াদিল্লি:আগামী ৫ আগস্ট পর্যন্ত হনুমান চল্লিশা পাঠ করার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। এরমাধ্যমেই গোটা বিশ্বে করোনার মত মহামারী নিয়ন্ত্রণে আসবে বলে তাঁর বিশ্বাস।
রাম মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আগামী ৫ আগস্ট। প্রস্তুতিও তুঙ্গে। একটি টুইটে বিজেপি সাংসদ জানিয়েছেন, “আসুন আমরা সকলে একত্রে মানুষের সুস্বাস্থ্যের জন্য এবং করোনভাইরাস মহামারী থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক প্রচেষ্টা করি। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আপনার বাড়িতে 'হনুমান চাল্লিশা' দিনে পাঁচবার পাঠ করুন।” রবিবার টুইটে তাঁর এই সংক্রান্ত ভিডিও বার্তা প্রকাশ করে স়ংবাদ সংস্থা এএনআই।
ভিডিও বার্তায় তিনি এও বলেছেন যে “মধ্য প্রদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ৪ আগস্ট পর্যন্ত ভোপালে লকডাউন জারি রাখবে বিজেপি সরকার। কিন্তু ওইদিন থেকে লকডাউন তুলে নেওয়া হলেও হনুমান চল্লিশা পাঠের রীতি কিন্তু শেষ হবে ৫ আগস্ট, যখন অযোধ্যায় রাম মন্দিরের জন্য' ভূমি পূজা অনুষ্ঠিত হবে।”
করোনা প্রাদুর্ভাবের জেরে যখন গোটা বিশ্বের পরিস্থিতি সংকটজনক। বিশ্বের বৃহত্তম গবেষণাগারগুলিতে একটি কার্যকরী প্রতিষেধক উদ্ভাবনের প্রতিযোগিতা শুরু হয়েছে। তখন শুধুমাত্র আধ্যাত্মিক বিশ্বাসে ভর করে এই পরিস্থিতিতে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি নিয়ে শাসকদলের ভূমিকা ইতিমধ্যেই বিরোধীদের কঠোর সমালোচনার সম্মুখীন। কারণ করোনা নিয়ন্ত্রণের সঙ্গে রাম মন্দির নির্মাণের ভূমিকা নিয়ে শাসকদলের অনেকেই বিশ্বাস ও আস্থা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রামমন্দির নির্মাণের সূচনাপর্বের এই দিনটিকে অশুভ সময় বলে উল্লেখ করে, খোদ শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, “আমরা শুধু এটাই চাই যে মন্দিরটি সঠিকভাবে তৈরি করা উচিত এবং ভিত্তি প্রস্তর সঠিক সময়ে স্থাপন করা উচিত।” রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানের বিরোধিতা করে এবং যুক্তি দিয়ে তিনি বলেছেন “জনগণের অর্থ দিয়ে মন্দিরটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতও নেওয়া উচিত৷”