Aajbikel

বিরোধী সহকর্মীকে কুমন্তব্য, বিজেপি সাংসদকে নোটিস পাঠালেন নাড্ডা

 | 
বিজেপি

নয়াদিল্লি: বিএসপি সাংসদ দানিশ আলিকে সংসদে দাঁড়িয়ে কুমন্তব্য করেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। তাঁর এই মন্তব্য নিয়ে এখন বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে আগেই সতর্ক করেছিলেন। এবার তাঁকে নোটিস পাঠিয়েছেন বিজেপি শীর্ষ নেতা জেপি নাড্ডা। আসলে বিএসপি সাংসদ স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা করেছিলেন বিজেপি সাংসদের মন্তব্যের জন্য। তারপরেই আসরে নামে পদ্ম শিবির।

বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বিএসপি সাংসদ দানিশ আলিকে 'সন্ত্রাসবাদী' বলে আখ্যা দিয়েছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এরপরই বিএসপি সাংসদ রমেশের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। তাঁকে সাসপেন্ড করার দাবি তোলেন। একই সঙ্গে বলেন, রমেশের বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে তিনি পদত্যাগ করবেন। ততক্ষণে লোকসভার স্পিকার তাঁকে ডেকে পাঠিয়ে এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেন। পাশাপাশি এও জানান, ভবিষ্যতে এরকম আচরণ করলে দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে বিজেপি সাংসদ যে মন্তব্য করেছেন তা সংসদীয় কার্যাবলী থেকে মুছে ফেলা হলেও সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। একে একে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে বিজেপিকে খোঁচা দিতে শুরু করে। বলা হয়, এটাই বিজেপির আসল পরিচিতি। তারা আদতে বাকিদের নিয়ে কী ভাবে, সাংসদের বক্তব্যে তা প্রমাণ হয়। এই আবহে বিধুরিকে শোকজ নোটিশ পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 

Around The Web

Trending News

You May like