কাজ না করার ‘শাস্তি’, জমা জলে খালি পায়ে বিধায়ককে হাঁটালেন এলাকার মানুষ

কাজ না করার ‘শাস্তি’, জমা জলে খালি পায়ে বিধায়ককে হাঁটালেন এলাকার মানুষ

c2e5c803e16b2b473fccac5214bdf1bb

লখনউ:  অনেক আশা ছিল ভোটের পর এলাকায় উন্নয়ন হবে৷ রাস্তা ঘাট ঝাঁ চকচকে হবে৷ জীবনযাত্রার মানোন্নয়ন হবে৷ কিন্তু সে আশা থেকে গিয়েছে তিমিরেই৷ আগে যেমনটা ছিল তেমনই রয়ে গিয়েছে পরিস্থিতি৷ এদিকে বছর ঘুরতেই বিধানসভা ভোট৷ ভোটের গন্ধ আসতেই চার বছর পর এলাকায় উঁকি দিলেন বিধায়ক৷ কিন্তু তিনি বুঝতেও পারেননি তাঁর আচরণে ক্ষোভে ফুসছেন এলাকাবাসী৷ চার বছর পর বিধায়ককে হাতের কাছে পেয়ে সমুচিত শিক্ষা দিলেন বাসিন্দারা৷ যোগী রাজ্যে বিজেপি বিধায়কের ‘শাস্তি পাওয়ার’ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

আরও পড়ুন- মোদী-শাহের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা!

চার বছর আগে উত্তরপ্রদেশের গ্রামুক্তেশ্বর এলাকা থেকে ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী কমল সিং মালিক৷ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করলেও এলাকায় উন্নয়নে তাঁর ভূমিকা ‘শূন্য’৷  বিন্দুমাত্র কাজ করনেনি তিনি৷ এমনকী এই চার বছরে তাঁর টিকিটুকুও দেখা যায়নি৷ যার ফলে ক্ষোভে ফুঁসছিলেন এলাকার মানুষ৷ কিন্তু ভোট বড় বালাই৷ ভোটের দামাম বাজতেই ফের এলাকায় পা রাখেন কমল সিং৷ শনিবার তাঁর বিধানসভা এলাকার হাপরে পদযাত্রার কর্মসূচি নিয়ে এসেছিলেন তিনি৷ কিন্তু সেখানে পৌঁছনোর পরেই বিক্ষোভের মুখে পড়েন৷  পান উচিত শিক্ষা৷ 

 

আরও পড়ুন- শুধু কেরলেই একদিনে আক্রান্ত প্রায় ২১ হাজার! দেশের সংক্রমণ যথেষ্ট উদ্বেগের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, জল কাঁদা মাথা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিজেপি বিধায়ক৷ গায়ে পাজামা-পাঞ্জাবী, কিন্তু পায়ে নেই চটি৷ খালি পায়ে জমা জলের উপর দিয়ে তাঁর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন স্থানীয় এক বাসিন্দা৷ পিছনে ভিড় করে দাঁড়িয়ে আরও অনেকে৷ ওই ভিডিয়োতেই আবার এক ব্যক্তিকে বলতে শোনা যায়,  ‘দেখুন জমা জলে হাঁটছেন বিধায়ক৷ কী করবেন৷ এতদিন কাজ করেননি উনি৷’ এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ বলছেন, ‘এটাই উচিত শিক্ষা’৷ যদিও এই বিষয়ে বিজেপি’র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *