গরিবের মুখে অন্ন জোটাচ্ছে ‘মোদি কিচেন’, নিজেই রাঁধছেন বিধায়ক

গরিবের মুখে অন্ন জোটাচ্ছে ‘মোদি কিচেন’, নিজেই রাঁধছেন বিধায়ক

মুসৌরি:  করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন৷ নিস্তব্ধ গোটা দেশ৷ বন্ধ অফিস-কাছাড়ি, ট্রেন-বাস৷ বন্ধ দিন আনা দিন খাওয়া মানুষের রুজি-রুটি৷ লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এই হত দরিদ্র মানুষগুলি৷ বেঁচে থাকার জন্য ন্যূনতন খাবারটুকুও জুটছে না তাঁদের৷ এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ালেন মুসৌরির বিজেপি বিধায়ক গণেশ জোশী৷ গরিব মানুষের মুখে আহার তুলে দিতে শুরু করলেন ‘মোদি কিচেন’৷  

মুসৌরির রাজপুর, জাখান, ডাকরা এবং দোভালওয়ালা, এই চার জায়গায় শুরু হয়েছে মোদি কিচেন৷ প্রতিদিন এই হেঁশেলে রান্না হচ্ছে ৫০০ জনের আহার৷ করোনা রুখতে বারবার ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর নির্দেশ মেনেই গেরুয়া শিবিরের সৈনিকরা করে চলেছেন দেশ সেবার কাজ৷ রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা৷

জোশী বলেন, ‘‘গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্তে কাজ করছেন অসংখ্য নির্মাণকর্মী৷ সবচেয়ে বেশি খাদ্য সংকটে পড়েছেন এই শ্রমিকরা৷ তাঁদের মুখে খাবার তুলে দিতেই শুরু হয়েছে মোদি কিচেন৷’’ তিনি আরও বলেন, ‘‘লকডাউনের কথা মাথায় রেখে শ্রমিকদের পাশাপাশি গরীব-দুঃখীদের জন্যও খাবারের ব্যবস্থা করা হচ্ছে৷ তাঁরা সকলেই লকডাউনের নিয়ম মেনে চলছেন৷’’

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ চাইলেও অনেক সময় খাবার জোগাড় করতে পারছেন না৷ তাঁদের হাতে টাকা পয়সা নেই৷ খাবার নেই৷ এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই সময় মানবিকতার নজির গড়েই মানুষের সেবায় মোদি কিচেন শুরু করলেন জোশী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *