প্রধানমন্ত্রীর পরিচয়লিপিতেও ইন্ডিয়ার বদলে ‘ভারত’! স্পষ্ট বার্তা দিল বিজেপি

প্রধানমন্ত্রীর পরিচয়লিপিতেও ইন্ডিয়ার বদলে ‘ভারত’! স্পষ্ট বার্তা দিল বিজেপি

নয়াদিল্লি: আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের যে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন, তার আমন্ত্রণ পত্রে ‘ইন্ডিয়া’ নয়, লেখা আছে ‘ভারত’। বিরোধী পক্ষের দাবি অনুযায়ী, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই নিয়ে মঙ্গলবার থেকেই দেশের রাজনৈতিক মহল উত্তাল। ইতিমধ্যেই এই নিয়ে মন্তব্য করে ফেলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিজেপি যে বিষয়টি নিয়ে খুবই তৎপর তা বোঝা গেল বুধবারও। কারণ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয় লিপিতে ‘ভারত’ শব্দ ব্যবহার করা হয়েছে। 

বিজেপি নেতা সম্বিত পাত্র মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথি প্রকাশ করেছেন। সেখানে মোদীর পদ লেখা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। এতদিন ধরে রীতি অনুযায়ী এবং সরকারি প্রথায় এই পদটিকে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’ লেখা হয়। কিন্তু এখানে ‘ভারত’ লেখায় স্বাভাবিকভাবে জল্পনা আরও বেড়েছে। তবে যেহেতু এটা কোনও সরকারি ঘোষণাপত্র নয়, দলীয় নেতার তরফ থেকে প্রকাশিত হয়েছে, তাই এটি ১০০ শতাংশ সঠিক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। তবে বিজেপি নেতার এই টুইট ভাইরাল হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ায় যাবেন ২০তম ‘আশিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে। সরকারি নথিতে অবশ্য ওই সম্মেলনের নামের ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ শব্দটি রাখা হয়েছে। তাহলে বিজেপির তরফে এই পোস্টের কী মানে, তা নিয়ে এখন আলোচনা। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক জল্পনা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =