চেন্নাই: ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এক নেতার বিরুদ্ধে মামলা রুজু করল তামিলনাড়ু পুলিশ৷ ঘটনাটি দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর কোয়াম্বাটুরের৷
আরও পড়ুন- কূটনৈতিক পথেই প্রতিরক্ষা সামগ্রী রফতানির রোডম্যাপ কেন্দ্রের
অভিযোগ, স্বাধীনতা দিবসে বিজেপি’র ফ্ল্যাগ পোস্টেই জাতীয় পতাকা উত্তোলন করেন কোয়াম্বাটুরের বিজেপি’র কার্যনির্বাহী ভেঙ্কটেশ৷ এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়৷ এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে৷ প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার আইন, ১৯৭১-এর ২ নম্বর ধারা অনুযায়ী ভেঙ্কটেশের বিরুদ্ধে মামলা দায়ের করে তামিলনাড়ু পুলিশ৷ একই অভিযোগ উঠেছে তামিলনাড়ুর বিজেপি মুখপাত্র এসভি শেখরের বিরুদ্ধেও৷ দলের ফ্ল্যাগ পোস্টে ত্রিরঙ্গা উত্তোলন করে সমালোচনার মুখে পড়েছেন তিনিও৷
আরও পড়ুন- করোনা টিকা আবিষ্কারে বড় সাফল্য ভারতের, নয়া ঘোষণা নীতি আয়োগের
এ রাজ্যেও স্বাধীনতা দিবসে বিজেপি’র বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা রোড সংলগ্ন এলাকায়৷ অভিযোগ, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা স্তম্ভে লাগানো হয়েছিল বিজেপি’র পতাকা৷
১৫ অগাস্ট দিল্লির লাল কেল্লায় উদযাপিত হয় দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস৷ লাল কেল্লায় দাঁড়িয়ে সপ্তমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত আত্মনির্ভর হবেই। আমার দেশের নাগরিকদের সামর্থ্যের প্রতি বিশ্বাস আছে। আমাদের দেশবাসীর সংকল্পের উপর আমার বিশ্বাস আছে। ইতিহাস সাক্ষী ভারত যা ভাবে, তা ভারত করে।’’
আরও পড়ুন- সরকারি চাকরিতে রাজ্যের প্রার্থীদের অধিকার, নয়া আইন আনছেন মুখ্যমন্ত্রী