ভদোদরা: কোনো পুরুষ কিংবা মহিলাকে নয়, নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে দেশকে চমকে দিয়েছেন গুজরাটের ভদোদরার বাসিন্দা ক্ষমা বিন্দু। তার হাত ধরেই দেশ প্রথম দেখতে চলেছে সোলোগ্যামী ম্যারেজ তথা একক বিবাহ। দুদিন আগেই গুজরাটের ওই তরুণী জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি স্থানীয় একটি মন্দিরে গিয়ে হিন্দু রীতি নীতি মেনে নিজেকে বিয়ে করবেন। ক্ষমার এই সিদ্ধান্তে ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। অভাবনীয় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দেশের একাংশ। কিন্তু শনিবার ক্ষমার এই অভিনব বিবাহ অনুষ্ঠানই নিল নয়া মোড় যখন এই বিবাহ অনুষ্ঠান বন্ধ করতে বদ্ধপরিকর হল বিজেপি। সম্প্রতি জানা যাচ্ছে, ভদোদরার বিজেপি সিটি ইউনিটের উপপ্রধান সুনিতা শুক্লা এই অভিনব বিবাহ নিয়ে আপত্তি তুলেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমা যদি মন্দিরে গিয়ে এই অদ্ভুত বিবাহ করতে চায় তাহলে তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, কারণ এই ধরনের বিবাহ হিন্দু ধর্মের পরিপন্থী। এর সঙ্গেই বিজেপি উপপ্রধান ক্ষমাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেও দাবি করেছেন।
বিজেপি উপপ্রধান সুনিতা শুক্লার কথায়, ‘হিন্দু শাস্ত্রে এমন কোথাও লেখা নেই যে একজন ছেলে অপর একজন ছেলেকে বিয়ে করতে পারে। আবার একজন মেয়ের অপর মেয়েকে বিয়ে করাও হিন্দু ধর্মের পরিপন্থী। ফলে এই ধরনের বিয়ে কখনোই মন্দিরে গিয়ে করা সমর্থনযোগ্য নয়। সেক্ষেত্রে এই মহিলা সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারেই সমর্থন করা সম্ভব নয়। কারণ এই ধরনের বিয়ের কারণে হিন্দুধর্ম আশঙ্কা তৈরি হবে এবং হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে। ফলে শাস্ত্রবিরুদ্ধ কোন কাজ হলে তা দেশের আইন-শৃঙ্খলাকেও বিপাকে ফেলবে।’ আর তাই সুনিতা শুক্লার দাবি, এই বিয়ে কোনভাবেই হতে দেওয়া সম্ভব নয় এবং এই বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হবে।
অন্যদিকে জানা যাচ্ছে বিয়ের আয়োজন সবকিছুই সম্পন্ন হয়েছে। এমনকি স্থানীয় একটি মন্দিরে বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে যেখানে ক্ষমা নিজেই নিজেকে সিঁদুরদান করবেন। আর তাতেই বাদ সেধেছে স্থানীয় বিজেপি ইউনিট। কিন্তু বিজেপি কেন, দেশের কোন ধরনের রাজনীতিবিদ তথা আইন-শৃঙ্খলাকেই মানতে নারাজ ক্ষমা। ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে তার এই বিবাহ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের কোন প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু তারপরেও ক্ষমাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠছে নানা প্রশ্ন। এমনকি সোলোগ্যামী বিবাহের কথা ঘোষণা করে দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলির রোষানলে পড়েছেন গুজরাটের এই তরুণী।