বিজেপি বিধায়কের গালে ‘চড়’ কৃষকের! যোগীরাজ্যে অস্বস্তিতে বিজেপি

বিজেপি বিধায়কের গালে ‘চড়’ কৃষকের! যোগীরাজ্যে অস্বস্তিতে বিজেপি

f2b4e3bf700f8d9906e0213d1e5b2bae

লখনউ: কৃষক আন্দোলন অনেকদিন হল উঠে গিয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের দাবি মেনে কৃষক আইন প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপিকে নিয়ে কৃষকদের মনোভাবে কোনও পরিবর্তন এসেছে। তার প্রমাণ দিচ্ছে সাম্প্রতিক এক ঘটনা যা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। প্রকাশ্য এক জনসভায় এক বিজেপি নেতাকে ‘চড়’ মারতে দেখা গিয়েছে এক বৃদ্ধ কৃষককে। যদিও বিজেপি নেতার দাবি, ওটা চড় নয়, গাল চাপড়ানো।

উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত তাঁর বিধানসভা কেন্দ্রে একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন। মঞ্চের সামনে ছিল বিজেপি কর্মী এবং সমর্থকদের ভিড়। এমন সময় এক বৃদ্ধ কৃষক নেতাকে বিজেপি নেতার সামনে আসতে দেখা যায়। একটু অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে এই কৃষক হঠাৎ বিজেপি নেতার গালে ‘চড়’ মারেন! গোটা ঘটনায় চরম অপ্রস্তুত হয়ে পড়েন ওই বিধায়ক। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীরা এক মুহূর্ত সময় নষ্ট না করে একযোগে আক্রমণ করতে শুরু করেছে বিজেপিকে। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপিকে একহাত নিতে ময়দানে নেমেছে তারা।

এই ঘটনা প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, এই কৃষক নেতার চড় শুধু ওই বিজেপি নেতার গালে পড়েনি, পড়েছে উত্তরপ্রদেশ সরকারের গালে। আগামী নির্বাচনে মানুষ বিজেপিকে জবাব দেবেন। যদিও ওই কৃষক নেতা হঠাৎ কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট হয়নি। আদৌ তিনি নিজে থেকে এই কাজ করেছেন, নাকি এর পিছনে কারোর প্ররোচনা রয়েছে তাও পরিষ্কার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *