বিজেপি-জেডিইউ জোট শচীন-শেহবাগ ওপেনিং জুটির মতো সুপারহিট: রাজনাথ

আর কিছু দিনের অপেক্ষা, তারপরই বিহারে বিধানসভা নির্বাচন।

পাটনা: আর কিছু দিনের অপেক্ষা, তারপরই বিহারে বিধানসভা নির্বাচন। বছর শেষে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরগরম হতে চলেছে।বিহারের নির্বাচন নিয়ে প্রচার করতে গিয়ে এবার ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং জুটি শচীন-শেহবাগের কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী  রাজনাথ সিং। বিহারের বিজেপি-জেডিইউ জোটকে শচীন-শেহবাগের মত সুপারহিট দাবি করলেন তিনি।

বিহারের নির্বাচন প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, রাজ্যের জোট সরকার কতটা উন্নতি করতে পেরেছে সেই নিয়ে হয়তো তর্ক হতে পারে, কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে দুর্নীতি নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না। বিজেপির সঙ্গে জেডিইউ-র জোট সরকার এতটাই সুপারহিট যে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটি শচীন এবং শেহবাগের সঙ্গে তার তুলনা করা যায়। এই মন্তব্য করার পাশাপাশি বিরোধী দল আরজেডিকে এক হাত নিয়েছেন তিনি। দাবি করেছেন, সার্বিকভাবে বিহারের মানুষের কোনো উন্নতি করতে পারেনি আরজেডি। রাজ্যের মানুষ সে কথা খুব ভালো করে বুঝে গেছেন। অন্যদিকে তাদের জোট সরকার সাধারণ মানুষকে বিদ্যুৎ দিয়েছে, রাস্তা, জল সবকিছু দিয়েছে। এত বছর ধরে এই সব জিনিসের ঘাটতি ছিল রাজ্যে।

যদিও এই কথা বলতে গিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে সবকিছু করেছেন এমন দাবি তিনি করছেন না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইকে কেউ অস্বীকার করতে পারবে না। দুর্নীতি বিষয়ক কোনো ইস্যুতে নীতীশ কুমারের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না বলে দাবি করেন তিনি।রাজনাথ মোদী সরকারের বিভিন্ন কল্যাণমূলক পরিকল্পনা যেমন প্রধানমন্ত্রীর আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী জন ধন যোজনা সম্পর্কেও দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন।

উল্লেখ্য, বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। বিজেপি পেয়েছিল ২১.৮১ শতাংশ ভোট। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিল আরজেডি ৩২.৯২ শতাংশ। জেডিইউ ২৯.২১ শতাংশ এবং কংগ্রেস ১১.১১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =